সংবিধানের মূলনীতি রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন, এটা নিয়ে গণভোটে যেতে হবে: গাজী আতাউর রহমান

বাসস
প্রকাশ: ২২ জুন ২০২৫, ২১:৫৬
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। ফাইল ছবি

ঢাকা, ২২ জুন, ২০২৫ (বাসস): ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, সংবিধানের মূলনীতি রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন, এটা নিয়ে গণভোটে যেতে হবে।

তিনি বলেন, ‘সংবিধানের মূলনীতির প্রশ্নে একমত না হলে বিষয়টাকে গণভোটে নিয়ে যেতে হবে। কারণ, আমরা কয়েকটা দল মিলে এমন গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিলাম তা হতে পারে না। কারণ, এটা আমাদের ভবিষ্যতের অস্তিত্বের প্রশ্ন।’

আজ জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে অংশগ্রহণ শেষে এক সংবাদ ব্রিফ্রিংয়ে মাওলানা গাজী আতাউর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিস্ময়কর ব্যাপার হলো সংবিধানের মূলনীতি নিয়ে আলোচনায় ৭২ এর সংবিধানকে ভিত্তি ধরে আলোচনা করা হচ্ছে। অথচ ৭২ এ সংবিধান যারা প্রণয়ন করেছেন তারা পাকিস্তানের সংবিধান রচনার জন্য নির্বাচিত হয়েছিলেন। স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করার জন্য তাদের ম্যান্ডেটই ছিল না।’

গাজী আতাউর রহমান বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল অংশ গ্রহণ করে। কিন্তু সংবিধান প্রণয়ন সভায় শুধু একটি দলের প্রতিনিধিত্ব ছিল। যুদ্ধে অংশ নেয়া অন্য দলগুলোর মতামত সংবিধানে প্রতিফলিত হয়নি। ফলে ৭২ এর সংবিধান একক দলের সংবিধান যেখানে আবার দুঃখজনকভাবে ভারতের সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখেই মূলনীতি ঠিক করা হয়েছে। ফলে ৭২ এর সংবিধানের প্রতি জনগণের সমর্থন ছিল কিনা সেই প্রশ্ন গুরুতরভাবে বিদ্যমান রয়েছে।’

সংলাপ পরবর্তী সংবাদ ব্রিফ্রিংয়ে দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকনসহ নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারায়ণগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ ৯
আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভেনিজুয়েলায় 'অবৈধ' মার্কিন সেনা মোতায়েনের তীব্র নিন্দা মাদুরোর
হিলি বন্দরে কাঁচা মরিচ আমদানি বেড়েছে, কমেছে দাম
মুক্তি পেলেন ট্রাম্পের কঠোর অভিবাসন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা গার্সিয়া
গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করলো জাতিসংঘ, মধ্যপ্রাচ্যে প্রথম
যুক্তরাষ্ট্রকে ১০ শতাংশ শেয়ার দিতে ট্রাম-ইন্টেল চুক্তির ঘোষণা
দেশের সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
পুতিন-জেলেনস্কি বৈঠকের আশা ম্লান
নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী ভাঙন বাড়ছে
১০