বাসস
  ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৭

রাবিতে ইয়ুথ স্টার্টআপ সামিট অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ্ হাসান নকীব আজ বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে ইয়ুথ স্টার্টআপ সামিট উদ্বোধন করেন।

রাজশাহী, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তাধারা বিকাশ ও উৎসাহিত করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হলো ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে দিনব্যাপী এই সামিটের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ্ হাসান নকীব।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য ড. সালেহ্ হাসান নকীব বলেন, ‘এটি একটি দারুণ উদ্যোগ। আমরা আশা করছি, তরুণরা এ আয়োজন থেকে দারুণভাবে উপকৃত হবে এবং সমাজে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে।’

আইসিটি বিভাগের আওতাধীন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত এই সামিটে ছিল মাস্টার ক্লাস, ফায়ারসাইড চ্যাট ও দুটি প্যানেল আলোচনা। বক্তারা স্টার্টআপ ইকোসিস্টেম, ব্যবসায়িক পরিকল্পনা, বিনিয়োগ প্রক্রিয়া ও উদ্যোক্তা হয়ে ওঠার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সামিটের অন্যতম আকর্ষণ ছিল ‘ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫’, যেখানে সেরা তিন উদ্ভাবককে যথাক্রমে ৩ লক্ষ, ২ লক্ষ ও ১ লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হয়।

আয়োজকরা জানায়, এই সামিট দেশের তরুণ উদ্যোক্তাদের জন্য একটি অনন্য সুযোগ- যা তাদের সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ শুধু রাজশাহীতেই নয়, বরং ফেব্রুয়ারি মাসব্যাপী সিলেট, খুলনা, চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে।

প্রতিটি সামিটে উদ্যোক্তারা নিজেদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন ও অভিজ্ঞ বিনিয়োগকারীদের সঙ্গে নেটওয়ার্কিং করার সুযোগ পাবেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদসহ বিশিষ্ট ব্যক্তিরা।

সামিটে শতাধিক উদ্যমী তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী ও প্রযুক্তিপ্রেমীরা অংশগ্রহণ করেন।