এয়ার টিকিটের মূল্য বৃদ্ধি চিহ্নিতকরণে সাত সদস্যের তদন্ত কমিটি

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৩

ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বিগত ছয় মাসে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সাথে জড়িতদের চিহ্নিতকরণে সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। 

আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই তদন্ত কমিটি গঠন করা হয়। 

বাংলাদেশ থেকে বিদেশ ভ্রমণের বিভিন্ন পর্যায়ে বিমান টিকিটের উচ্চ মূল্য পর্যালোচনাসহ যৌক্তিক মূল্য নির্ধারণের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে। কমিটি আগামী ১৫ কার্য দিবসের মধ্যে গত ছয় মাসে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সাথে জড়িতদের চিহ্নিতকরণে যাবতীয় বিষয় তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে।

ওই প্রতিবেদনে সংশ্লিষ্ট সংস্থা বা ব্যক্তিকে শাস্তির জন্য সুপারিশ করবে এবং টিকিটের উচ্চ মূল্যের বিষয়টি সার্বক্ষণিক তদারকির জন্য সংশ্লিষ্ট সংস্থাসমূহের ১৩ সদস্য সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। 

সভায় এখন থেকে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর, পাসপোর্ট কপি ব্যতীত যাতে টিকেট বুকিং করা না যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে বলেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়াও আজ বৃহস্পতিবার থেকে বুকিং করা টিকিট পরবর্তী ৩ দিনের (৭২ ঘণ্টা) মধ্যে ইস্যু না হলে স্বয়ংক্রিয়ভাবে এয়ারলাইন্স ওই টিকিট বাতিল নিশ্চিত করবে। 

আজ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্সি কর্তৃক গ্রুপ বুকিং-এর মাধ্যমে ব্লককৃত টিকিট আগামী ৭ দিনের মধ্যে ভ্রমণকারী যাত্রীর নাম, পাসপোর্ট নম্বরসহ (পাসপোর্টের কপিসহ) টিকিট ইস্যু নিশ্চিত করতে হবে। অন্যথায় তিন দিনের মধ্যে এয়ারলাইন্স তা বাতিল নিশ্চিত করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্রাজিলের কারখানায় বিস্ফোরণে ৯ জনের মৃত্যু
চুরি রোধে তিন জেলায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ
বাগেরহাটে আরাফাত রহমান কোকোর জন্মদিন পালিত
ট্রাম্পের সঙ্গে আলাস্কা সম্মেলনের আগে ফোনে পুতিন ও কিমের ফোনালাপ
রাজবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত
মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগ নেতা আটক 
ইসরাইলের হামলায় নিহতদের মধ্যে ৪ জন সাংবাদিক: আল জাজিরা
মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট প্লাস ভিসা দেওয়ার সম্ভাবনা
নাটোরে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা শুরু
হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে পড়ে নিহত ১
১০