নরসিংদীতে জামায়াতের মহাসমাবেশ শুক্রবার

বাসস
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০১
শুক্রবার নরসিংদীতে জামায়াতের মহাসমাবেশ। ছবি ; বাসস

নরসিংদী, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলা সদর উপজেলার সাটিরপাড়ার কালীকুরমার ইনস্টিটিউট ও কলেজ মাঠে আগামী শুক্রবারের বাংলাদেশ জামায়াত ইসলামীর মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

মহাসমাবেশে কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। 

জামায়াত এই মহাসমাবেশে দেড় লাখ লোকের জনসমাগম করার প্রস্তুতি গ্রহণ করেছে। দীর্ঘদিন রাজনৈতিকভাবে কোনঠাসা হয়ে থাকার পর নরসিংদী জেলায় প্রথম বারের মতো হতে যাচ্ছে মহাসমাবেশটি। তবে, সর্বশেষ ২০০০ সালে মহাসমাবেশের আয়োজন করলে আওয়ামী লীগ ও পুলিশের বাঁধায় সমাবেশটি পণ্ড হয়ে যায়।

আজ দুপুরে মহাসমাবেশের প্রস্তুতি নিয়ে নরসিংদী সদর উপজেলার গ্যালাক্সি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে নরসিংদী জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন এ দাবি করেন।

মহাসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেলারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম খান মিলন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আ. ফ. ম আব্দুস সাত্তার ও নারায়ণগঞ্জ মহানগর আমীর আব্দুল জব্বার।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতে আমীর মাওলানা মুসলেহ উদ্দিন, সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক আমির হোসেন, শহর আমীর আজিজুর রহমান, নরসিংদী সদর আমীর মাহফুজুর রহমান ভূইয়া প্রমুখ।

মাওলানা আমজাদ হোসাইন বলেন, আগামী শুক্রবারে আমাদের জনসভায় প্রায় দেড় লাখ লোকের উপস্থিতিতে আশা করছি এবং সে বিষয়ে আমাদের প্রস্তুতি আছে। শহরের যাতে কোনো যানজট না হয়, সে বিষয়ে আমাদের স্বেচ্ছাসেবকরা কাজ করবে এবং জনসভাটি সফল করতে সবার সহায়তা প্রয়োজন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০