শিরোনাম
মেহেরপুর, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অনুকূলে মঞ্জুরকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে।
আজ বুধবার বিকেল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ জেলা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে চেক বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রনি আলম নুর। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, পুলিশ সুপারের প্রতিনিধি বজলুর রহমান, বিআরটিএ’র ইনস্পেক্টর জিয়াউর রহমান ও বাস মালিক সমিতির সম্পাদক খলিলুর রহমান এসময় উপস্থিত ছিলেন।
এসময় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ পরিবারকে ৫ লাখ করে মোট ৩৫ লাখ এবং আহত এক জনের হাতে তিন লাখ টাকার চেক তুলে দেয়া হয়।