ঘন কুয়াশার চাদরে ঢাকা চুয়াডাঙ্গার জনপদ, বেড়েছে দুর্ভোগ

বাসস
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৫
ঘন কুয়াশার চাদরে ঢাকা , বেড়েছে দুর্ভোগ। ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জেলা শহরের জনপদ । আজ ভোর রাত থেকে কুয়াশার মাত্রা বাড়তে থাকে।  ২০- ৩০ মিটারের দূরের কোন কিছু দেখা যাচ্ছে না। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। 

এতে রাস্তা ঘাট ভিজে পিচ্ছিল হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ। দিনের বেলায়  যানবাহন গুলো হেডলাইট জ্বালিয়ে সাবধানতার সঙ্গে চলাচল করছে। সকাল ৮ টার দিকে কুয়াশার মাত্রা আরো বেড়ে যেয়ে অন্ধকার নেমে আসে। তবে গতকাল থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ে গরম অনুভূতি হচ্ছে।

সকালে হাটতে বের হওয়া  শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার রতন আলী বলেন দশ দিন আগে জেলাটি ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিলো। সেই দিনের থেকে আজ আরো বেশি কুয়াশা পড়েছে। বাড়ির বাইরে বেরিয়ে দেখি বৃষ্টির মতো  কুয়াশা ঝরছে। রাস্তাঘাট পুরো ভিজে গেছে। এ মৌসুমে  আজ সবচেয়ে বেশি কুয়াশা পড়েছে।

জেলা আবহাওয়া  অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান  জানায়, রাত থেকে কুয়াশা অনেক বেড়ে গেছে। আজ বৃহস্পতিবার  সকাল ৬ টায় দৃষ্টি সীমা ছিলো ৫০০ মিটার ও  সকাল ৯ টায় দৃষ্টি সীমা কমে দাঁড়িয়েছে ১০০ মিটারে। আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়ে শীত বাড়তে পারে। আজ বৃহস্পতিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ১০০ ভাগ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন যুক্তরাজ্য বিএনপির নেতা কয়ছর
কুমিল্লার মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় 
রিমান্ড শেষে কারাগারে নড়াইলের সাবেক এমপি মুক্তি
আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে: ডা. জাহিদ 
যশোরে বজ্রপাতে বিএনপি নেতাসহ দুইজনের মৃত্যু
ঢাকেশ্বরী ও রমনা কালী মন্দির পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় চোরাই পণ্য জব্দ
আদালত থেকে পলাতক জিসান হত্যা মামলার আসামি ফের কারাগারে
বিএনপির প্রার্থী হিসেবে এখনো কেউ গ্রিন সিগনাল পাননি: মালিক
নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
১০