ঘন কুয়াশার চাদরে ঢাকা চুয়াডাঙ্গার জনপদ, বেড়েছে দুর্ভোগ

বাসস
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৫
ঘন কুয়াশার চাদরে ঢাকা , বেড়েছে দুর্ভোগ। ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জেলা শহরের জনপদ । আজ ভোর রাত থেকে কুয়াশার মাত্রা বাড়তে থাকে।  ২০- ৩০ মিটারের দূরের কোন কিছু দেখা যাচ্ছে না। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। 

এতে রাস্তা ঘাট ভিজে পিচ্ছিল হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ। দিনের বেলায়  যানবাহন গুলো হেডলাইট জ্বালিয়ে সাবধানতার সঙ্গে চলাচল করছে। সকাল ৮ টার দিকে কুয়াশার মাত্রা আরো বেড়ে যেয়ে অন্ধকার নেমে আসে। তবে গতকাল থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ে গরম অনুভূতি হচ্ছে।

সকালে হাটতে বের হওয়া  শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার রতন আলী বলেন দশ দিন আগে জেলাটি ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিলো। সেই দিনের থেকে আজ আরো বেশি কুয়াশা পড়েছে। বাড়ির বাইরে বেরিয়ে দেখি বৃষ্টির মতো  কুয়াশা ঝরছে। রাস্তাঘাট পুরো ভিজে গেছে। এ মৌসুমে  আজ সবচেয়ে বেশি কুয়াশা পড়েছে।

জেলা আবহাওয়া  অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান  জানায়, রাত থেকে কুয়াশা অনেক বেড়ে গেছে। আজ বৃহস্পতিবার  সকাল ৬ টায় দৃষ্টি সীমা ছিলো ৫০০ মিটার ও  সকাল ৯ টায় দৃষ্টি সীমা কমে দাঁড়িয়েছে ১০০ মিটারে। আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়ে শীত বাড়তে পারে। আজ বৃহস্পতিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ১০০ ভাগ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিবাহের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বাঁচতে পারে : ধর্ম উপদেষ্টা
দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ
ডিসেম্বর ধরেই নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি : নজরুল ইসলাম খান
সুপ্রিম কোর্টে প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সার্ভিস, ট্রেনিং এবং রিসার্চকে গুরুত্ব দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
নারী শ্রমিকের নিরাপদ অভিবাসন বিষয়ে কমিশনের অন্তর্ভুক্তির সুপারিশ
নারীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ে কমিশনের অন্তর্ভুক্তির সুপারিশ
ময়মনসিংহে মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ শুরু
ময়মনসিংহে অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ শুরু
সোনার দামে নতুন রেকর্ড : প্রতি ট্রয় আউন্স ৩,৪০০ ডলার ছাড়িয়ে 
১০