ঘন কুয়াশার চাদরে ঢাকা চুয়াডাঙ্গার জনপদ, বেড়েছে দুর্ভোগ

বাসস
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৫
ঘন কুয়াশার চাদরে ঢাকা , বেড়েছে দুর্ভোগ। ছবি : বাসস

চুয়াডাঙ্গা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জেলা শহরের জনপদ । আজ ভোর রাত থেকে কুয়াশার মাত্রা বাড়তে থাকে।  ২০- ৩০ মিটারের দূরের কোন কিছু দেখা যাচ্ছে না। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। 

এতে রাস্তা ঘাট ভিজে পিচ্ছিল হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ। দিনের বেলায়  যানবাহন গুলো হেডলাইট জ্বালিয়ে সাবধানতার সঙ্গে চলাচল করছে। সকাল ৮ টার দিকে কুয়াশার মাত্রা আরো বেড়ে যেয়ে অন্ধকার নেমে আসে। তবে গতকাল থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ে গরম অনুভূতি হচ্ছে।

সকালে হাটতে বের হওয়া  শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার রতন আলী বলেন দশ দিন আগে জেলাটি ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিলো। সেই দিনের থেকে আজ আরো বেশি কুয়াশা পড়েছে। বাড়ির বাইরে বেরিয়ে দেখি বৃষ্টির মতো  কুয়াশা ঝরছে। রাস্তাঘাট পুরো ভিজে গেছে। এ মৌসুমে  আজ সবচেয়ে বেশি কুয়াশা পড়েছে।

জেলা আবহাওয়া  অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান  জানায়, রাত থেকে কুয়াশা অনেক বেড়ে গেছে। আজ বৃহস্পতিবার  সকাল ৬ টায় দৃষ্টি সীমা ছিলো ৫০০ মিটার ও  সকাল ৯ টায় দৃষ্টি সীমা কমে দাঁড়িয়েছে ১০০ মিটারে। আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়ে শীত বাড়তে পারে। আজ বৃহস্পতিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ১০০ ভাগ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০