সিলেটে বিশ্ব বেতার দিবস উদযাপন

বাসস
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১০

সিলেট, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ বেতার সিলেট আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে ‘বিশ্ব বেতার দিবস’ উদযাপন করা হয়েছে। 

বিশ্ব বেতার দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ‘বেতার ও জলবায়ু পরিবর্তন’। দিবসটি উদযাপন উপলক্ষ্যে সিলেট বেতার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। 

সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরের মিরের ময়দানে অবস্থিত বেতার ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পুনরায় বেতার ভবনে গিয়ে শেষ হয়।

দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশ বেতার বাংলাদেশের সব মানুষের জন্য। বিশেষ কোনো শ্রেণি, পেশা, ধর্ম বা বিশ্বাসের মানুষের জন্য নয়। কাজেই এই প্রতিষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে। সবার অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশ বেতার জাতির মুখপাত্র হিসেবে ভূমিকা রাখবে।’

সিলেট বেতারের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, সব প্রতিষ্ঠানকে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। বেতারের অনুষ্ঠানে বৈচিত্র্য নিয়ে আসতে হবে, মানুষ যা জানতে চায়, যা শুনতে চায় তার সবকিছুই থাকতে হবে। প্রয়োজনে জনগণের কাছ থেকে প্রতিক্রিয়া নিতে হবে।

সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় সিলেট বেতারের কর্মকর্তারা, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে রুয়েটের হিট প্রকল্প
আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
তুরস্কে আরও তিন বিরোধীদলীয় মেয়র গ্রেপ্তার
জুলাই গণ-অভ্যুত্থানের পর সাধারণ মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে : খেলাফত মজলিস
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত
দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর
দুধের ন্যায্য মূল্য নির্ধারণে জাতীয় নীতি প্রয়োজন : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
তুর্কমেনিস্তানের বিপক্ষে গোল উৎসব করে জিতল বাংলাদেশ
বোমারু বিমান ও ‘বিগ বিউটিফুল বিল’ নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করলেন ট্রাম্প
নরসিংদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে আকরামুল হাসান মিন্টু
১০