সিলেটে বিশ্ব বেতার দিবস উদযাপন

বাসস
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১০

সিলেট, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ বেতার সিলেট আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে ‘বিশ্ব বেতার দিবস’ উদযাপন করা হয়েছে। 

বিশ্ব বেতার দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ‘বেতার ও জলবায়ু পরিবর্তন’। দিবসটি উদযাপন উপলক্ষ্যে সিলেট বেতার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। 

সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরের মিরের ময়দানে অবস্থিত বেতার ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পুনরায় বেতার ভবনে গিয়ে শেষ হয়।

দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশ বেতার বাংলাদেশের সব মানুষের জন্য। বিশেষ কোনো শ্রেণি, পেশা, ধর্ম বা বিশ্বাসের মানুষের জন্য নয়। কাজেই এই প্রতিষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে। সবার অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশ বেতার জাতির মুখপাত্র হিসেবে ভূমিকা রাখবে।’

সিলেট বেতারের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, সব প্রতিষ্ঠানকে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। বেতারের অনুষ্ঠানে বৈচিত্র্য নিয়ে আসতে হবে, মানুষ যা জানতে চায়, যা শুনতে চায় তার সবকিছুই থাকতে হবে। প্রয়োজনে জনগণের কাছ থেকে প্রতিক্রিয়া নিতে হবে।

সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় সিলেট বেতারের কর্মকর্তারা, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল
সেতু কর্তৃপক্ষের ‘উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা ও ব্যবস্থাপনা’ বিষয়ে প্রশিক্ষণ শুরু
মেহেরপুর সীমান্তে মার্কিন ডলারসহ আটক ১ 
উইজডেনের শতাব্দী সেরা ১৫ টেস্ট সিরিজে দু’টি বাংলাদেশের
খালেদা জিয়ার জন্মদিনে পথশিশুদের মাঝে খাবার বিতরণ
খালেদা জিয়ার জন্মদিনে গাজীপুরে বস্ত্র বিতরণ
সনাতনীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আট দাবি উপস্থাপন
চট্টগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
মানুষের হৃদয়ে আওয়ামী লীগ-শেখ মুজিব ছিল না : এ্যানি
ফেনীতে বিএনপি'র সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম   
১০