সিলেটে বিশ্ব বেতার দিবস উদযাপন

বাসস
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১০

সিলেট, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ বেতার সিলেট আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে ‘বিশ্ব বেতার দিবস’ উদযাপন করা হয়েছে। 

বিশ্ব বেতার দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ‘বেতার ও জলবায়ু পরিবর্তন’। দিবসটি উদযাপন উপলক্ষ্যে সিলেট বেতার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। 

সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরের মিরের ময়দানে অবস্থিত বেতার ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পুনরায় বেতার ভবনে গিয়ে শেষ হয়।

দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশ বেতার বাংলাদেশের সব মানুষের জন্য। বিশেষ কোনো শ্রেণি, পেশা, ধর্ম বা বিশ্বাসের মানুষের জন্য নয়। কাজেই এই প্রতিষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে। সবার অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশ বেতার জাতির মুখপাত্র হিসেবে ভূমিকা রাখবে।’

সিলেট বেতারের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, সব প্রতিষ্ঠানকে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। বেতারের অনুষ্ঠানে বৈচিত্র্য নিয়ে আসতে হবে, মানুষ যা জানতে চায়, যা শুনতে চায় তার সবকিছুই থাকতে হবে। প্রয়োজনে জনগণের কাছ থেকে প্রতিক্রিয়া নিতে হবে।

সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় সিলেট বেতারের কর্মকর্তারা, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সালাতের শিক্ষায় উজ্জীবিত হয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে প্রচেষ্টা চালানোর আহ্বান জামায়াত আমিরের
সুনামগঞ্জে দুদকের ১৭৬তম গণশুনানি সোমবার
পুলিশের অতিরিক্ত আইজিপি পদে ১২ জনের পদোন্নতি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮৬ জন হাসপাতালে ভর্তি
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ : চিকিৎসাধীন শিশুর মৃত্যু
হরিণ শিকার ঠেকাতে সুন্দরবনে চিরুনি অভিযান চলছে
দুর্ঘটনারোধে প্রয়োজন ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন
দক্ষিণ আমেরিকার জঙ্গলে সুপারম্যাক্স কারাগার নির্মাণের পরিকল্পনা ফ্রান্সের 
কান চলচ্চিত্র উৎসব : প্রথম সপ্তাহের উল্লেখযোগ্য মুহূর্ত
মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন
১০