রংপুরে আওয়ামী লীগের ২ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৯

রংপুর, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): ডেভিল হান্ট অপারেশনে রংপুর আওয়ামী লীগের দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে এ দুই ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন- রংপুরের সদর উপজেলার খলেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মোত্তালেব হোসেন এবং পীরগঞ্জের ৭ নম্বর বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভিন্ন জগৎ এলাকা থেকে গংগাচড়া মডেল থানা পুলিশ খলেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তালেব হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতার মোত্তালেব হোসেন উপজেলার উত্তর খলেয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। আরপিএমপি কোতোয়ালি থানায় দায়ের করা একটি হত্যা মামলার তিনি এজাহারভুক্ত আসামি।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় পীরগঞ্জের ৭ নম্বর বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

রংপুরের পুলিশ সুপার আবু সাইম জানিয়েছেন, ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হবে তাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে ৭ দিনের কর্মসূচি শুরু 
লালমনিরহাটে বিএনপির সদস্য সংগ্রহে জনস্রোত
রুমায় প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ
আইবিএস সিস্টেমে সরকারি চাকুরীজীবীদের আয়কর কর্তনের নির্দেশ
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি শুরু
হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর আইএস বিরোধী জোটে যোগ দিচ্ছে সিরিয়া
গালফ হেলথ কাউন্সিলের সঙ্গে প্রবাসী মন্ত্রণালয়ের বৈঠক 
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
আওয়ামী লীগের পেইজ থেকে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা : বাংলাফ্যাক্ট
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
১০