অসহায় বৃদ্ধ দম্পতিকে নতুন বাড়ি উপহার

বাসস
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫১
অসহায় বৃদ্ধ দম্পতিকে নতুন ঘর উপহার দিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রি. জে:. শরীফ মো. আমান হাসান। ছবি: বাসস

খাগড়াছড়ি, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): ভূমিহীন ও গৃহহীন অসহায় বৃদ্ধ দম্পতিকে নতুন বাড়ি উপহার দিয়ে নিজের প্রতিশ্রুতি রক্ষা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জেলার রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার  জেনারেল  শরীফ মো. আমান হাসান।  

জেলা সদরের পেরাছড়া ইউনিয়নের বেলতলী খামার পাড়ার বাসিন্দা বরেন্দ্র লাল ত্রিপুরা ও প্রভাতী বালা ত্রিপুরাকে এই নতুন বাড়ি উপহার দেয়া হয়।  বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের অর্থায়নে ও খাগড়াছড়ি সদর জোনের তত্বাবাবধানে গতকাল সকালে এই দম্পতিকে উপহার হিসেবে বাড়িটি হস্তান্তর করেন খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম।

উল্লেখ্য, গণমাধ্যমকর্মীদের কাছ থেকে খবর পেয়ে গত ২৫ জানুয়ারি ব্রি. জে. শরীফ মো. আমান হাসান জেলার সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের বেলতলী খামার পাড়ায় ভূমিহীন ও ঝুপড়ি ঘরে বসবাসরত অসহায় বৃদ্ধ দম্পতি বরেন্দ্র লাল ত্রিপুরা ও প্রভাতী বালা ত্রিপুরাকে দেখতে যান। সেসময় তিনি খাগড়াছড়ি রিজিওনের পক্ষ থেকে বরেন্দ্র লাল ত্রিপুরা ও প্রভাতি বালা ত্রিপুরাকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন ও দ্রুততর সময়ের মধ্যে জমিসহ একটি বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

মাত্র দেড় সপ্তাহের মধ্যে জমিজমা জটিলতা নিরসন করে রান্নাঘর ও ওয়াশ রুমসহ একটি বাড়ি তৈরির কাজ সম্পন্ন করে অসহায় বৃদ্ধ দম্পতিকে উপহার হিসেবে হস্থান্তর করা হলো। নতুন বাড়ি পেয়ে খুশি বরেন্দ্র লাল ত্রিপুরা ও প্রভাতি বালা ত্রিপুরা।

এ সময় খাগড়াছড়ি রিজিয়নের ভারপ্রাপ্ত স্টাফ অফিসার ক্যাপ্টেন মো. মাজহারুল ইসলাম, কার্বারি এসোসিয়েশনের সভাপতি রনিক ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিত্ব ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে ৭ দিনের কর্মসূচি শুরু 
লালমনিরহাটে বিএনপির সদস্য সংগ্রহে জনস্রোত
রুমায় প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ
আইবিএস সিস্টেমে সরকারি চাকুরীজীবীদের আয়কর কর্তনের নির্দেশ
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি শুরু
হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর আইএস বিরোধী জোটে যোগ দিচ্ছে সিরিয়া
গালফ হেলথ কাউন্সিলের সঙ্গে প্রবাসী মন্ত্রণালয়ের বৈঠক 
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
আওয়ামী লীগের পেইজ থেকে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা : বাংলাফ্যাক্ট
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
১০