লক্ষ্মীপুর, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। নিহতরা হলেন- সদর উপজেলার দক্ষিণ জামিরতলী এলাকার নুর হোসেন (৫০) ও পশ্চিম লতিফপুর এলাকার আবদুল হকের ছেলে আবুল খায়ের (৪৮)।
এ সময় আরো দুইজন আহত হন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর-দাসের হাট সড়কের বড় পুকুরপাড় এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নুর হোসেন ঘটনাস্থলে মারা যান। এর আগে রাতে লক্ষ্মীপুর-চন্দ্রগঞ্জ সড়কের চন্দ্রগঞ্জ বাজারের বাঁধের গোড়া নামক এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় আবুল খায়ের নামের এক ব্যবসায়ী নিহত হয়।
পুুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে দিঘলী বাজারের দিকে যাচ্ছিলেন নুর হোসেন। বড়পুকুর পাড় এলাকায় পৌঁছালে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে গিয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় দুইজন আহত হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দুইজনের অবস্থাও আশংকাজনক।
অপরদিকে রাতে চন্দ্রগঞ্জ বাজারের বাঁধের গোড়া এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন আবুল খায়ের। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা নেয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লা এলাকায় তিনি মারা যান।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কাউছার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত দুইজনকে সদর হসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।