নাটোরে ফাগুনের প্রথম দিনে বসন্তের আমেজ

বাসস
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩১
নাটোরে ফাগুনের প্রথম দিনে ফুলের দোকান থেকে ক্রেতারা ফুল কিনছেন। ছবি: বাসস

নাটোর, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): আজ ফাগুনের প্রথম দিনে নাটোরের প্রকৃতি জুড়ে বসন্তের আমেজ। প্রিয়জনকে উপহার দিতে চলছে ফুলের কেনাবেচা। 

গাছে গাছে ফুটেছে শিমুল আর পলাশ। পরিবেশকে মোহনীয় করেছে আম আর সজিনার মুকুল। ফুলে ফুলে মৌমাছির গুঞ্জন। দূর থেকে শোনা যাচ্ছে কোকিলের কুহুতান। বইছে মাতাল সমীরণ। 

অনাড়ম্বরভাবে দিবসটি পালিত হচ্ছে জেলায়। প্রিয়জনকে বসন্তের শুভেচ্ছা জানাতে অনেক ব্যক্তি সকাল থেকেই ফুলের দোকানে ভিড় করছেন। তবে শহরে বসন্ত উদযাপনে কোন আনুষ্ঠানিকতা নেই।

শহরের জিরো পয়েন্টে ছয়টি ফুলের দোকানে বিভিন্ন ফুলের বিপনন কার্যক্রম চলছে। এক একটি গোলাপ বিক্রি হচ্ছে ২০ থেকে ৫০ টাকা দরে, জারবেরা ও গ্লাডিওলাস গড়ে ৩০ টাকা করে, রজনীগন্ধা ১০ টাকা দরে। প্রসিদ্ধ ফুল ব্যবসায়ী আনজুমান আরা জানান, ফুলের বাজারমূল্য বিগত বছরগুলোর চেয়ে সস্তা। তবে ক্রেতা সমাগম কম। ‘কয়েক হাজার গোলাপ সংগ্রহ করেছিলাম, তবে ক্রেতা নেই বললেই চলে,জানান অপর ফুল ব্যবসায়ী শাকিল।

নাটোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি মো. আব্দুল মান্নাফ বলেন, সম্ভবত পবিত্র শবে বরাত হওয়ার কারণে ফুলের দোকানে ক্রেতা সমাগম কম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লালমনিরহাটে বিএনপির সদস্য সংগ্রহে জনস্রোত
রুমায় প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ
আইবিএস সিস্টেমে সরকারি চাকুরীজীবীদের আয়কর কর্তনের নির্দেশ
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি শুরু
হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর আইএস বিরোধী জোটে যোগ দিচ্ছে সিরিয়া
গালফ হেলথ কাউন্সিলের সঙ্গে প্রবাসী মন্ত্রণালয়ের বৈঠক 
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
আওয়ামী লীগের পেইজ থেকে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা : বাংলাফ্যাক্ট
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
১০