নাটোরে ফাগুনের প্রথম দিনে বসন্তের আমেজ

বাসস
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩১
নাটোরে ফাগুনের প্রথম দিনে ফুলের দোকান থেকে ক্রেতারা ফুল কিনছেন। ছবি: বাসস

নাটোর, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): আজ ফাগুনের প্রথম দিনে নাটোরের প্রকৃতি জুড়ে বসন্তের আমেজ। প্রিয়জনকে উপহার দিতে চলছে ফুলের কেনাবেচা। 

গাছে গাছে ফুটেছে শিমুল আর পলাশ। পরিবেশকে মোহনীয় করেছে আম আর সজিনার মুকুল। ফুলে ফুলে মৌমাছির গুঞ্জন। দূর থেকে শোনা যাচ্ছে কোকিলের কুহুতান। বইছে মাতাল সমীরণ। 

অনাড়ম্বরভাবে দিবসটি পালিত হচ্ছে জেলায়। প্রিয়জনকে বসন্তের শুভেচ্ছা জানাতে অনেক ব্যক্তি সকাল থেকেই ফুলের দোকানে ভিড় করছেন। তবে শহরে বসন্ত উদযাপনে কোন আনুষ্ঠানিকতা নেই।

শহরের জিরো পয়েন্টে ছয়টি ফুলের দোকানে বিভিন্ন ফুলের বিপনন কার্যক্রম চলছে। এক একটি গোলাপ বিক্রি হচ্ছে ২০ থেকে ৫০ টাকা দরে, জারবেরা ও গ্লাডিওলাস গড়ে ৩০ টাকা করে, রজনীগন্ধা ১০ টাকা দরে। প্রসিদ্ধ ফুল ব্যবসায়ী আনজুমান আরা জানান, ফুলের বাজারমূল্য বিগত বছরগুলোর চেয়ে সস্তা। তবে ক্রেতা সমাগম কম। ‘কয়েক হাজার গোলাপ সংগ্রহ করেছিলাম, তবে ক্রেতা নেই বললেই চলে,জানান অপর ফুল ব্যবসায়ী শাকিল।

নাটোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি মো. আব্দুল মান্নাফ বলেন, সম্ভবত পবিত্র শবে বরাত হওয়ার কারণে ফুলের দোকানে ক্রেতা সমাগম কম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিবাহের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বাঁচতে পারে : ধর্ম উপদেষ্টা
দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ
ডিসেম্বর ধরেই নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি : নজরুল ইসলাম খান
সুপ্রিম কোর্টে প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সার্ভিস, ট্রেনিং এবং রিসার্চকে গুরুত্ব দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
নারী শ্রমিকের নিরাপদ অভিবাসন বিষয়ে কমিশনের অন্তর্ভুক্তির সুপারিশ
নারীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ে কমিশনের অন্তর্ভুক্তির সুপারিশ
ময়মনসিংহে মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ শুরু
ময়মনসিংহে অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ শুরু
সোনার দামে নতুন রেকর্ড : প্রতি ট্রয় আউন্স ৩,৪০০ ডলার ছাড়িয়ে 
১০