নেত্রকোনা সীমান্তে মাদক ও মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি

বাসস
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৫
নেত্রকোনা সীমান্তে মাদক ও মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি। ছবি: বাসস

নেত্রকোনা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার কলমাকান্দা উপজেলায় আজ অভিযানকালে ১৪৯ বোতল ভারতীয় মদ, একটি মোটরসাইকেল ও দুইটি ব্যাটারী চালিত ভ্যানগাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শুক্রবার সকালে জেলার কলমাকান্দা উপজেলায় ভারতীয় সীমান্ত সংলগ্ন মধুকুড়া এলাকায় এসব সামগ্রী উদ্ধার করে বিজিবি।  

শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান। 

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কচুইড়া বিওপির একটি টহল দল শুক্রবার সকালে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মেইন পিলার ১১৭৯/১১ এস হতে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে খারনৈ ইউনিয়নের মধুকুড়া এলাকায় একটি মোটরসাইকেল ও দুইটি ব্যাটারীচালিত ভ্যানগাড়ি জব্দ করে বিজিবি। তল্লাশি চালিয়ে ভ্যানগাড়ি থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিভিন্ন ব্র্যান্ডের ১৪৯ বোতল ভারতীয় মদ জব্দ হয়। 

নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জব্দকৃত মাদকদ্রব্য জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে ৭ দিনের কর্মসূচি শুরু 
লালমনিরহাটে বিএনপির সদস্য সংগ্রহে জনস্রোত
রুমায় প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ
আইবিএস সিস্টেমে সরকারি চাকুরীজীবীদের আয়কর কর্তনের নির্দেশ
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি শুরু
হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর আইএস বিরোধী জোটে যোগ দিচ্ছে সিরিয়া
গালফ হেলথ কাউন্সিলের সঙ্গে প্রবাসী মন্ত্রণালয়ের বৈঠক 
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
আওয়ামী লীগের পেইজ থেকে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা : বাংলাফ্যাক্ট
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
১০