নেত্রকোনা সীমান্তে মাদক ও মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি

বাসস
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৫
নেত্রকোনা সীমান্তে মাদক ও মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি। ছবি: বাসস

নেত্রকোনা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার কলমাকান্দা উপজেলায় আজ অভিযানকালে ১৪৯ বোতল ভারতীয় মদ, একটি মোটরসাইকেল ও দুইটি ব্যাটারী চালিত ভ্যানগাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শুক্রবার সকালে জেলার কলমাকান্দা উপজেলায় ভারতীয় সীমান্ত সংলগ্ন মধুকুড়া এলাকায় এসব সামগ্রী উদ্ধার করে বিজিবি।  

শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান। 

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কচুইড়া বিওপির একটি টহল দল শুক্রবার সকালে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মেইন পিলার ১১৭৯/১১ এস হতে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে খারনৈ ইউনিয়নের মধুকুড়া এলাকায় একটি মোটরসাইকেল ও দুইটি ব্যাটারীচালিত ভ্যানগাড়ি জব্দ করে বিজিবি। তল্লাশি চালিয়ে ভ্যানগাড়ি থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিভিন্ন ব্র্যান্ডের ১৪৯ বোতল ভারতীয় মদ জব্দ হয়। 

নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জব্দকৃত মাদকদ্রব্য জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সোহাগ হত্যার ঘটনা তদন্তে বিচারিক কমিশন গঠন চেয়ে রিট কার্যতালিকা থেকে বাদ
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ভোলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
নাটোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে টিন ও অর্থ বিতরণ 
রাঙ্গামাটিতে জুলাই আন্দোলনে নারীদের গৗরবময় ভূমিকা শীর্ষক আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী
ট্রাম্পের শুল্ক হুমকির প্রতিক্রিয়া বিবেচনা করছে ইইউ মন্ত্রীরা
প্রতিরক্ষা আলোচনার জন্য মার্কিন বিশেষ দূত কেলগ কিয়েভে পৌঁছেছেন
ইনজেকশন দিয়ে রোগীদের হত্যা: জার্মানিতে চিকিৎসকের বিচার শুরু
টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কাঁচা মরিচ ও সবজি ক্ষেত, বেড়েছে দাম 
বাড্ডায় আনোয়ার হত্যা মামলার আসামি গ্রেফতার
১০