নেত্রকোনা সীমান্তে মাদক ও মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি

বাসস
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৫
নেত্রকোনা সীমান্তে মাদক ও মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি। ছবি: বাসস

নেত্রকোনা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার কলমাকান্দা উপজেলায় আজ অভিযানকালে ১৪৯ বোতল ভারতীয় মদ, একটি মোটরসাইকেল ও দুইটি ব্যাটারী চালিত ভ্যানগাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শুক্রবার সকালে জেলার কলমাকান্দা উপজেলায় ভারতীয় সীমান্ত সংলগ্ন মধুকুড়া এলাকায় এসব সামগ্রী উদ্ধার করে বিজিবি।  

শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান। 

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কচুইড়া বিওপির একটি টহল দল শুক্রবার সকালে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মেইন পিলার ১১৭৯/১১ এস হতে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে খারনৈ ইউনিয়নের মধুকুড়া এলাকায় একটি মোটরসাইকেল ও দুইটি ব্যাটারীচালিত ভ্যানগাড়ি জব্দ করে বিজিবি। তল্লাশি চালিয়ে ভ্যানগাড়ি থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিভিন্ন ব্র্যান্ডের ১৪৯ বোতল ভারতীয় মদ জব্দ হয়। 

নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জব্দকৃত মাদকদ্রব্য জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিবাহের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বাঁচতে পারে : ধর্ম উপদেষ্টা
দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ
ডিসেম্বর ধরেই নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি : নজরুল ইসলাম খান
সুপ্রিম কোর্টে প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সার্ভিস, ট্রেনিং এবং রিসার্চকে গুরুত্ব দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
নারী শ্রমিকের নিরাপদ অভিবাসন বিষয়ে কমিশনের অন্তর্ভুক্তির সুপারিশ
নারীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ে কমিশনের অন্তর্ভুক্তির সুপারিশ
ময়মনসিংহে মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ শুরু
ময়মনসিংহে অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ শুরু
সোনার দামে নতুন রেকর্ড : প্রতি ট্রয় আউন্স ৩,৪০০ ডলার ছাড়িয়ে 
১০