কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

বাসস
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৭

কক্সবাজার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): জেলার চকরিয়া উপজেলায় আজ পৃথক সড়ক দুর্ঘটনায় তিনব্যক্তি মারা গেছেন।

আজ শুক্রবার সকালে চকরিয়া উপজেলার দরবেশকাটা ও বটতলী এলাকায় এবং বৃহস্পতিবার রাতে হারবাং লালব্রিজ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- জেলার চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের জাকির আহমদ (৬০) ও বিএমচর ইউনিয়নের ফকির আহমদ (৭৫)।

এছাড়াও সড়ক দুর্ঘটনায় গতরাতে গুরুতর আহত জামাল উদ্দিন (২৫) নামের আরও একব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে চকরিয়া উপজেলার দরবেশকাটা এলাকায় সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় জাকির আহমদ নামের একব্যক্তি গুরুতর  আহত হন। তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিএমচর ইউনিয়নের বটতলী এলাকায় সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে আহত হন ফকির আহমদ নামের একব্যক্তি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।

পৃথক সড়ক দুর্ঘটনায় দু’ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তিদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অন্যদিকে, বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়া উপজেলার হারবাং লালব্রিজ এলাকায় মুরগি পরিবহনে ব্যবহৃত একটি গাড়ির সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন জামাল উদ্দিন (২৫) নামের একব্যক্তি। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিরিংগা হাইওয়ে পুলিশের পরিদর্শক আরিফুল আমিন জানান, আজ শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামাল উদ্দিন (২৫) মারা গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লালমনিরহাটে বিএনপির সদস্য সংগ্রহে জনস্রোত
রুমায় প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ
আইবিএস সিস্টেমে সরকারি চাকুরীজীবীদের আয়কর কর্তনের নির্দেশ
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি শুরু
হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর আইএস বিরোধী জোটে যোগ দিচ্ছে সিরিয়া
গালফ হেলথ কাউন্সিলের সঙ্গে প্রবাসী মন্ত্রণালয়ের বৈঠক 
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
আওয়ামী লীগের পেইজ থেকে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা : বাংলাফ্যাক্ট
ইবির ‘ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন’ বিভাগের নতুন চেয়ারম্যান বিলাসী সাহা
দুবাই পালানোর চেষ্টা ব্যর্থ : গাজীপুরের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতার
১০