নওগাঁয় অগ্নিকাণ্ডে ১৪টি দোকান ভস্মীভূত

বাসস
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৪
নওগাঁর মান্দা উপজেলার বারিল্যা বটতলা বাজারে আজ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: বাসস

নওগাঁ, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): জেলার মান্দা উপজেলায় আজ অগ্নিকাণ্ডে ১৪টি দোকানঘর পুড়ে গেছে।

আজ শুক্রবার দুপুরে মান্দা উপজেলার বারিল্যা বটতলা বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা রেজাউল ইসলাম বলেন, শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায়ের জন্য বাজার এলাকার মুসল্লিরা মসজিদে ছিলেন। নামাজ চলাকালে বাজারে আগুনের সূত্রপাত হয়েছে। মুহুর্তে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে মান্দা ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।  

বাজারের ব্যবসায়ী সোহরাব হোসেন জানান, আগুনে তার ওষুধের দোকানসহ আমিনুল ইসলামের সার-কীটনাশক, এনামুলের কম্পিউটার ও ফটোকপি, মোশারফ হোসেনের স্টুডিও এবং কম্পিউটার, সাগর হোসেনের মুদিখানা সহ মোট ১৪টি দোকানঘর পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত সার ও কীটনাশক ব্যবসায়ী আমিনুল ইসলাম জানান, শুক্রবার জুমার দিন হওয়ায় বেলা ১২টার দিকে দোকানঘর তালাবদ্ধ করে তারা চলে গিয়েছিলেন। নামাজ চলাকালে বাজারের দোকানঘরে আগুন লাগার বিষয়ে জানতে পারেন।

মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ লিডার শফিউর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ
বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত
ঢাকাসহ তিন জেলায় দুদকের অভিযান : অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে
জুলাই আন্দোলনের যুবা ও জেন্ডার ডাইভার্সদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন
জামায়াত আমীরের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার উপদেষ্টার সাক্ষাৎ
শেখ হাসিনার ও পরিবারের নামের স্থাপনার নাম পরিবর্তন করেছে গৃহায়ন মন্ত্রণালয়
কুস্তিতে পুরুষ-নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন আনসার
১০