নওগাঁয় অগ্নিকাণ্ডে ১৪টি দোকান ভস্মীভূত

বাসস
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৪
নওগাঁর মান্দা উপজেলার বারিল্যা বটতলা বাজারে আজ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: বাসস

নওগাঁ, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): জেলার মান্দা উপজেলায় আজ অগ্নিকাণ্ডে ১৪টি দোকানঘর পুড়ে গেছে।

আজ শুক্রবার দুপুরে মান্দা উপজেলার বারিল্যা বটতলা বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা রেজাউল ইসলাম বলেন, শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায়ের জন্য বাজার এলাকার মুসল্লিরা মসজিদে ছিলেন। নামাজ চলাকালে বাজারে আগুনের সূত্রপাত হয়েছে। মুহুর্তে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে মান্দা ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।  

বাজারের ব্যবসায়ী সোহরাব হোসেন জানান, আগুনে তার ওষুধের দোকানসহ আমিনুল ইসলামের সার-কীটনাশক, এনামুলের কম্পিউটার ও ফটোকপি, মোশারফ হোসেনের স্টুডিও এবং কম্পিউটার, সাগর হোসেনের মুদিখানা সহ মোট ১৪টি দোকানঘর পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত সার ও কীটনাশক ব্যবসায়ী আমিনুল ইসলাম জানান, শুক্রবার জুমার দিন হওয়ায় বেলা ১২টার দিকে দোকানঘর তালাবদ্ধ করে তারা চলে গিয়েছিলেন। নামাজ চলাকালে বাজারের দোকানঘরে আগুন লাগার বিষয়ে জানতে পারেন।

মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ লিডার শফিউর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন যুক্তরাজ্য বিএনপির নেতা কয়ছর
কুমিল্লার মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় 
রিমান্ড শেষে কারাগারে নড়াইলের সাবেক এমপি মুক্তি
আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে: ডা. জাহিদ 
যশোরে বজ্রপাতে বিএনপি নেতাসহ দুইজনের মৃত্যু
ঢাকেশ্বরী ও রমনা কালী মন্দির পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় চোরাই পণ্য জব্দ
আদালত থেকে পলাতক জিসান হত্যা মামলার আসামি ফের কারাগারে
বিএনপির প্রার্থী হিসেবে এখনো কেউ গ্রিন সিগনাল পাননি: মালিক
নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
১০