নওগাঁয় অগ্নিকাণ্ডে ১৪টি দোকান ভস্মীভূত

বাসস
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৪
নওগাঁর মান্দা উপজেলার বারিল্যা বটতলা বাজারে আজ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: বাসস

নওগাঁ, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): জেলার মান্দা উপজেলায় আজ অগ্নিকাণ্ডে ১৪টি দোকানঘর পুড়ে গেছে।

আজ শুক্রবার দুপুরে মান্দা উপজেলার বারিল্যা বটতলা বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা রেজাউল ইসলাম বলেন, শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায়ের জন্য বাজার এলাকার মুসল্লিরা মসজিদে ছিলেন। নামাজ চলাকালে বাজারে আগুনের সূত্রপাত হয়েছে। মুহুর্তে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে মান্দা ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।  

বাজারের ব্যবসায়ী সোহরাব হোসেন জানান, আগুনে তার ওষুধের দোকানসহ আমিনুল ইসলামের সার-কীটনাশক, এনামুলের কম্পিউটার ও ফটোকপি, মোশারফ হোসেনের স্টুডিও এবং কম্পিউটার, সাগর হোসেনের মুদিখানা সহ মোট ১৪টি দোকানঘর পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত সার ও কীটনাশক ব্যবসায়ী আমিনুল ইসলাম জানান, শুক্রবার জুমার দিন হওয়ায় বেলা ১২টার দিকে দোকানঘর তালাবদ্ধ করে তারা চলে গিয়েছিলেন। নামাজ চলাকালে বাজারের দোকানঘরে আগুন লাগার বিষয়ে জানতে পারেন।

মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ লিডার শফিউর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পে পুনর্বাসনের ৪,৪০৯ জনের তালিকা বাতিল
রাজশাহী জেলা পরিষদের শিক্ষাবৃত্তি পেলেন ৪৭৬ শিক্ষার্থী
১৫ উইকেট পতনের দিন এগিয়ে অস্ট্রেলিয়া
গত অর্থবছরে খুলনা কর অঞ্চল ৩ হাজার ৯৯০ কোটি টাকা আয়কর আদায় করেছে
মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে ২টি মামলা দায়েরের সুপারিশ দুদকের
পিএসজিকে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতলো চেলসি
ছাত্র-ছাত্রীদের শিক্ষার ভিত মজবুত করার আহ্বান ঢাবি উপাচার্যের 
সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে ১৭টি বেসরকারি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর
শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটে তথ্য হালনাগাদের নির্দেশ
ডেমরা পুলিশ লাইনস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিএমপি কমিশনার
১০