সাতক্ষীরা, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : সাতক্ষীরায় মাছের ঘেরে সেচ দেওয়ার সময় বিদ্যুস্পৃষ্ট হয়ে ফিরোজ হোসেন (৩২) নামের এক তরুণ উদ্যোক্তার মৃত্যু হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার কুখরালী এলাকায় তার নিজ মাছের ঘেরে এ ঘটনা ঘটে।
তিনি সাতক্ষীরা পৌরসভার পারকুখরালী দক্ষিণপাড়া এলাকার আবুল খায়েরের পুত্র।
নিহতের মামাতো ভাই জাহিদ হোসেন জানান, ফিরোজ হোসেন কুখরালী এলাকায় মাছের ঘেরে মাছ চাষ করতেন। ঘেরের জমিতে পানি দেওয়ার জন্য তিনি সকালে বিদ্যুৎ চালিত মোটরপাম্পের সুইচ অন করেন। এসময় অসাবধানতাবশত লিকেজ হওয়া বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুতায়িত হয়ে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, মৃত ফিরোজের বিরুদ্ধেকোন অভিযোগ না থাকায় পোস্টমর্টেম ছাড়াই নিহতের লাশ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেয়া হয়েছে।