বাসস
  ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৯

টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা সাহাদৎ হোসেন স্মরণে শোকসভা

টাঙ্গাইলে বীর মুক্তিযোদ্ধা সাহাদৎ হোসেন স্মরণে শোকসভা। ছবি : বাসস

টাঙ্গাইল, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : জেলায় আজ মির্জাপুর উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সাহাদৎ হোসেনের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে জেলা সদরে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের জেলা শাখার আয়োজনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি এডভোকেট আব্দুল খালেক মন্ডলের সভাপতিত্বে এ শোকসভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা ও টাঙ্গাইল জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম মোস্তফা মিয়া, বীর মুক্তিযোদ্ধা এম এ হামিদ মিয়া, আব্দুল আজিজ চাঁন খাঁ ও চাঁদ মিয়া প্রমুখ।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মির্জাপুর শাখার সভাপতি সাহাদৎ হোসেন গত ১৫ জানুয়ারি ইন্তেকাল করেন।