শিরোনাম
ফেনী, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): জেলার দাগনভূঞা উপজেলায় আজ ভাষা শহীদ আবদুস সালামের স্মৃতিবিজড়িত নিজের গ্রাম সালাম নগরে শিশুদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের সালাম নগরে ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শতাধিক শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মোক্তার হোসেইন।
বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ভাষা শহীদ আবদুস সালামের ছোট ভাই সুবেদার (অব.) আব্দুল করিম।
সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল্লাহ হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ তাহের পন্ডিত, জেলা যুবদলের সদস্য নাসির উদ্দিন, হারিছ আহমদ পেয়ার প্রমুখ।
পরে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।