সড়ক নিরাপত্তা নিশ্চিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিশেষ সেল গঠন করবে: মেয়র

বাসস
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৮

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি,২০২৫, (বাসস): চট্টগ্রামে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষায়িত সেল গঠন করবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদত হোসেন।

সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি)-র  প্রতিনিধি দলের সাথে আলোচনাকালে তিনি একথা বলেন।

চসিকের বিজ্ঞপ্তিতে বলা হয়, জিআরএসপির সিনিয়র রোড পুলিশিং অ্যাডভাইজার পিটার জোনস ও এল স্টুয়ার্ট শনিবার মেয়র শাহাদত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা চট্টগ্রামে তাদের কার্যক্রম সম্পর্কে মেয়রকে অবহিত করেন।

ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস)-এর আওতায় জিআরএসপি এ পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩৩৮ জন কর্মকর্তাকে সড়ক নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করেছেন।

নগরীতে সড়ক দুর্ঘটনা কমাতে চসিকের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে তুলে ধরে শাহাদত বলেন, নগরীর ৩৬টি স্থানে ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং তৈরিতে কাজ করছে চসিক। সড়ক নিরাপত্তা কার্যক্রমকে আরও গতিশীল করতে আলাদা একটি বিশেষায়িত সেল গঠনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী আবুল কাশেম, বিআইজিআরএস চট্টগ্রামের ইনিশিয়েটিভ কো-অর্ডিনেটর লাবিব তাজওয়ান, সার্ভেইল্যান্স কো-অর্ডিনেটর কাজী সাইফুন নেওয়াজ, এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর কাজী হেলাল উদ্দিন ও কমিউনিকেশন অফিসার মাহামুদুল হাসান উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবিতে কবি সুফিয়া কামাল হল ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ৬৩ ছাত্রী
ইরাকে নির্বাচনের পর কী হতে পারে ?
ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ছাত্রের মৃত্যু
বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদ্‌যাপিত
বাউফলে প্রণোদনার বীজ ও সার বিতরণ
১৯৯৪ সালের প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার ঘটনায় মেক্সিকোতে সন্দেহভাজন গ্রেপ্তার
বাগেরহাটে সংসদীয় চারটি আসন বহাল রাখায় আনন্দ মিছিল
বোয়ালখালীতে মুজিব সৈনিক সরোয়ার গ্রেপ্তার
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ, সম্পাদক হায়দার
আগামীর বাংলাদেশ ভাবনায় বাকৃবি ছাত্রদলের সেমিনার
১০