শিবচরে বালুবাহী ট্রাকের চাপায় ২ যুবক নিহত

বাসস
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩০

মাদারীপুর, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : মাদারীপুরের শিবচরে বালুবাহী ট্রাকের চাপায় লিমন বেপারী (২১) ও নয়ন (১৮) নামে ২ যুবক নিহত হয়েছে। শনিবার রাত ১২টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পূর্ব সন্ন্যাসীর চর এলাকার সার্ভিস লেনে এ দুর্ঘটনাটি ঘটে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে ও ঘাতক ট্রাকটি আটক করেছে।

নিহত লিমন বেপারী শিবচরের দ্বিতীয় খণ্ড ইউনিয়নের ঠেঙ্গামারা গ্রামের নুর মোহাম্মদ বেপারীর পুত্র ও নিহত নয়ন মাদবরের চর ইউনিয়নের বাখরের কান্দি এলাকার রুস্তম হাওলাদারের পুত্র। তারা দওপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারে মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,‘সূর্যনগর বাজারে মোটরসাইকেল গ্যারেজে কাজ শেষ করে গ্যারেজ বন্ধ করে রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পূর্ব সন্ন্যাসীর চর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই লিমন বেপারীর মৃত্যু হয় এবং পিছনে থাকা নয়ন গুরুতর আহত হন। নয়নকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।’

শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান,‘ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে ও আরেকজনকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। দুর্ঘটনা স্থল থেকে ট্রাকের চালক পালিয়ে যেতে সক্ষম হয়। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।’

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, আজ বাদ যোহর নিহতদের লাশ দাফন করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ১৩ কেজি হরিণের মাংসসহ ৮ শিকারি আটক 
ডিএমপিতে চালু হলো অনলাইন জিডি
বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কাবাডি প্রতিযোগিতা সমাপ্ত: চ্যাম্পিয়ন কক্সবাজার ঘাঁটি
দুদক সংস্কার কমিশনের প্রস্তাবিত আইনগুলো দু’-এক মাসের মধ্যে প্রণয়ন করা হবে : আসিফ নজরুল
শিক্ষা সংস্কারে ছাত্রশিবিরের ৩০ দফা প্রস্তাবনা
শ্রম আইন সংস্কার ও জিএসপি নিয়ে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
ঢাবিতে ছাত্র রাজনীতির সমন্বিত রূপরেখা প্রণয়নে কমিটি গঠন
শহীদ জননী খাতেমুন্নেসা খানমের মৃত্যুবার্ষিকীতে জনতার দলের দোয়া মাহফিল
পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিগ্যাল নোটিশ পাঠাবে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার
রাজশাহীর বাঘায় বন্যা কবলিত দুটি বিদ্যালয়ে ৮ দিনের ছুটি ঘোষণা
১০