সিলেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩২ আপডেট: : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৮

সিলেট, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : সিলেটের কোম্পানীগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জীবন আহমেদ নামের এক চালক মারা গেছেন। 

আজ রোববার সকালে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অপর ট্রাকের চালক আহত হন।

নিহত জীবন আহমেদ (২৮)  কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের শিলেরভাঙ্গা গ্রামের জহর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত জীবন আহমেদ হাইড্রোলিক ড্রাম ট্রাক নিয়ে সিলেট থেকে ভোলাগঞ্জ যাচ্ছিলেন। তার গাড়ি নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন জীবন। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। জীবনের মরদেহ এখনও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৪৯৬
ফরিদপুরে পাসপোর্ট করতে এসে ৩ রোহিঙ্গা আটক 
কুমিল্লায় ‘জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ’-এর ভিত্তি প্রস্তর স্থাপন
মিটফোর্ডের ঘটনায় ‘তদন্ত ও অনুসন্ধান’ কমিটি করবে বিএনপি
বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণে তিন নারী নিহত
তিন ঘণ্টা পর উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক
ভোলা উপকুলের নদনদীর ২০ রুটে লঞ্চ চলাচল বন্ধ
যশোরে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক ও হেলপার নিহত
জনগণের প্রতিরোধে ফ্যাসিবাদী সরকারকে পিছু হটতে হয়েছিল: অধ্যাপক আলী রীয়াজ
বিএনপির বিরুদ্ধে চাঁদা দাবির ভিডিওটি ভারতীয় বলে শনাক্ত: ফ্যাক্টওয়াচ
১০