রাঙ্গামাটি, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : জেলায় আজ বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে ৫৫ জন নিবন্ধিত মৎস্যজীবীর মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে।
আজ রোববার দুপুর একটায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার সভাপতিত্বে এ অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মৎস্য বিভাগের আহবায়ক প্রণতি রঞ্জন খীসা, মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা একেএম ফজলুল হক, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, মৎস্য অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক বিশ্বজিৎ বৈরাগী, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবদুল্লাহ আল হাসান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা লেলিন দে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা মৎস্য বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে ৫৫ জন নিবন্ধিত মৎস্যজীবীর মধ্যে জনপ্রতি ৪ টি করে মোট ২২০ টি ছাগল বিতরণ করা হয়।