সাভার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় রাবেয়া আক্তার (২২) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিক বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের নতুন ইপিজেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাবেয়া আক্তার রংপুর জেলার পীরগাছা থানার দাদন দোলাপাড়া এলাকার আবু বক্কর ছিদ্দিকের মেয়ে। তিনি আশুলিয়ায় পরিবারের সাথে ভাড়া বাসায় থেকে টাইগারকো লিমিটেড কারখানায় কাজ করতেন।
পুলিশ জানায়, সকালে রাস্তা পারাপারের সময় রাবেয়া আক্তারকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে রাবেয়াকে উদ্ধার করে প্রথমে হাবিব হাসপাতাল পরে গণস্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। তবে কর্তব্যরত চিকিৎসক রাবেয়াকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ।
নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।