চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় জড়িত ২৩ জনকে গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪১

চট্টগ্রাম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িতসহ বিশেষ ক্ষমতা আইনে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা প্রায় সবাই আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- নগরীর কোতোয়ালি থানার আসামি মো. হাসান (২১), মো. মেহেরাজ (২৫), জিয়াউল হক প্রকাশ সোহেল (৪০), সদরঘাট থানার আসামি সদরঘাট হকার্স লীগের সভাপতি মো. মাসুম (২৯), ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন আশিক (৩৫), চান্দগাঁও থানার আসামি রূপক কান্তি নাথ (৪৫), ইসরাত আশরাফি অপি (২৪), বায়েজিদ বোস্তামী থানার আসামি ইকবাল হোসেন শাহেদ (২৫), মো. লিমন (২৪), চকবাজার থানার আসামি মাহাবু আলম ওরফে মাহাবুব (৩৫), নবী হোসাইন (৪০), পাঁচলাইশ থানার আসামি পাঁচলাইশ ওয়ার্ড যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. নুর উদ্দিন (৩৪), মো. রিপন তালুকদার (৩০), আকবরশাহ থানার আসামি ফজলুল হক (২৬), কর্ণফুলী থানার আসামি চরপাথরঘাটা আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি জসিম উদ্দিন (৫২), পাহাড়তলি থানার আসামি সাইফুল ইসলাম (৪২), বন্দর থানার আসামি বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ওরফে নাকিব (২৫), ইপিজেড থানার আসামি শাকিল ইসলাম (১৯), ওয়াশিম আকরাম (২৪), পতেঙ্গা থানার আসামি শফিউল আলম (৪২), বাকলিয়া থানার আসামি বৈষম্যবিরোধী আন্দোলনে সরাসরি জড়িত আমান (২২), আবুল কাশেম (৫০) এবং মো. বাপ্পী (২৩)।

সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অস্থিতিশীলতা সৃষ্টি ও পরিকল্পনাকারী হিসেবে গত ২৪ ঘণ্টায় ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগসহ বিশেষ ক্ষমতা, সন্ত্রাসবিরোধী ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনম্মন্যতার বাইরে আনতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা 
রেকর্ড জয়ে এশিয়া কাপ শুরু করল ভারত
জামায়াত নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসছেন টাফেল
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
তিন জেলায় দুদকের অভিযান: সেতু, স্কুল ভবন ও স্বাস্থ্যসেবায় অনিয়ম উদ্‌ঘাটন
বাছাই পর্বের শেষ ম্যাচে হারল আর্জেন্টিনা ও ব্রাজিল
৫৭ রানে অলআউট আরব আমিরাত
১০