চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় জড়িত ২৩ জনকে গ্রেফতার

বাসস
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪১

চট্টগ্রাম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িতসহ বিশেষ ক্ষমতা আইনে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা প্রায় সবাই আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- নগরীর কোতোয়ালি থানার আসামি মো. হাসান (২১), মো. মেহেরাজ (২৫), জিয়াউল হক প্রকাশ সোহেল (৪০), সদরঘাট থানার আসামি সদরঘাট হকার্স লীগের সভাপতি মো. মাসুম (২৯), ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন আশিক (৩৫), চান্দগাঁও থানার আসামি রূপক কান্তি নাথ (৪৫), ইসরাত আশরাফি অপি (২৪), বায়েজিদ বোস্তামী থানার আসামি ইকবাল হোসেন শাহেদ (২৫), মো. লিমন (২৪), চকবাজার থানার আসামি মাহাবু আলম ওরফে মাহাবুব (৩৫), নবী হোসাইন (৪০), পাঁচলাইশ থানার আসামি পাঁচলাইশ ওয়ার্ড যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. নুর উদ্দিন (৩৪), মো. রিপন তালুকদার (৩০), আকবরশাহ থানার আসামি ফজলুল হক (২৬), কর্ণফুলী থানার আসামি চরপাথরঘাটা আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি জসিম উদ্দিন (৫২), পাহাড়তলি থানার আসামি সাইফুল ইসলাম (৪২), বন্দর থানার আসামি বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ওরফে নাকিব (২৫), ইপিজেড থানার আসামি শাকিল ইসলাম (১৯), ওয়াশিম আকরাম (২৪), পতেঙ্গা থানার আসামি শফিউল আলম (৪২), বাকলিয়া থানার আসামি বৈষম্যবিরোধী আন্দোলনে সরাসরি জড়িত আমান (২২), আবুল কাশেম (৫০) এবং মো. বাপ্পী (২৩)।

সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অস্থিতিশীলতা সৃষ্টি ও পরিকল্পনাকারী হিসেবে গত ২৪ ঘণ্টায় ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগসহ বিশেষ ক্ষমতা, সন্ত্রাসবিরোধী ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০