দিনাজপুর হিলি সীমান্তে রেলওয়ে ব্রিজের সংস্কার কাজে বিএসএফ’র বাধা

বাসস
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪০ আপডেট: : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৪
ছবি : বাসস

দিনাজপুর, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): জেলার হিলি সীমান্তে রেলওয়ে ব্রিজের সংস্কার কাজে বিএসএফের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বিজিবি জানিয়েছে বিএসএফের বাধা দেওয়ার কথা নয়। এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হচ্ছে।

আজ রোববার বিকেলে দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের ধরন্দা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, কয়েকদিন ধরে ধরন্দা গ্রামের কয়েক গজ পশ্চিমে সীমান্তবর্তী রেলওয়ে ব্রিজের সংস্কার কাজ শুরু হয়। সেখানে ইট-বালু দিয়ে কাজ করা হলে গতকাল শনিবার বিকালে বিএসএফ সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করতে বলে। এ সময় শ্রমিকেরা কাজ বন্ধ করে চলে যায়।

হিলি রেলওয়ের উর্দ্ধতন সহকারী প্রকৌশলী আবদুর রউফ জানান, হিলি সীমান্তের ধরন্দা গ্রাম সংলগ্ন রেলওয়ে ব্রিজের নিচের অংশে পাথর সরে দেবে যায়। এ কারণে ট্রেন ঝুঁকি নিয়ে চলাচল করায় গত ৭ দিন আগে রেলওয়ে বিভাগ সংস্কার কাজ করার উদ্যোগ নেয়। এরপর থেকে শ্রমিকেরা এই সংস্কার কাজ শুরু করেছে। গতকাল শনিবার বিকালে কোনো কারণ ছাড়াই ভারতের হিলির বিএসএফ ক্যাম্পের সদস্যরা সংস্কার কাজে বাধা দেয়। এর ফলে ব্রিজের কাজ বন্ধ হয়ে যায়। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি জানান, বিষয়টি স্থানীয় হিলি বিজিবি ক্যাম্পে জানানো হলে তারা গতকাল শনিবার সন্ধ্যায় বিএসএফের সাথে আলোচনা করে। এরপর বিজিবির পক্ষ থেকে কাজ শুরু করার কথা বলা হয়। কিন্তু কাজ করতে গেলে বিএসএফ বাধা দিচ্ছে। এ কারণে শ্রমিকেরা সেখানে কাজ করতে চাচ্ছে না। আবারো বিজিবি'র হিলি বিওপি ক্যাম্প কমান্ডারকে বিষয়টি জানানো হয়েছে। 

হিলি রেলওয়ে স্টেশন মাস্টার জয়ন্ত কুমার দাস জানান, শুনেছি বিএসএফ ব্রিজের সংস্কার কাজ করতে দিচ্ছে না। এরফলে এই রেলপথ দিয়ে ঢাকা, খুলনা, রাজশাহী, নীলফামারী ও পঞ্চগড়গামী ট্রেন ব্রিজের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। ব্রিজের কাজ দ্রুত সংস্কার করা দরকার।

এ বিষয়ে আজ রোববার বিকেলে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ সাংবাদিকদের জানান, কিছুদিন আগে রেলওয়ে কর্তৃপক্ষ চিঠি দিয়ে আমাদের জানিয়ে ছিল, তারা ধরন্দা রেলওয়ে ব্রিজের সংস্কার কাজ শুরু করবে। সে অনুয়ায়ী গত ৩০ জানুয়ারি বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠকে বিষয়টি বিএসএফকে জানানো হয়েছিল। তারা আপত্তি করবে না বলে জানিয়ে দিয়েছিল। কিন্তু বিএসএফ ব্যাটালিয়নের কর্মকর্তারা অন্যত্র বদলি হয়ে যাওয়ায় এমনটি হয়েছে। যারা নতুন এসেছে আমরা তাদের সাথে আলোচনা করছি। দ্রত কাজ শুরু হবে।

বিজিবির একটি সূত্র জানায়, বিষয়টি নিয়ে বিজিবি এবং বিএসএফ’র মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কেসিসিতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন
লিগ্যাল এইডের টোল ফ্রি নম্বরে ১,৮৯,৮৯৬ জনকে আইনি সেবা
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের আইনি সহায়তা পেল ২৯,৫২৯ জন 
অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড
ডাকসু নির্বাচনে অনিদের প্রার্থীতা প্রত্যাহার, ছাত্রদলের জেসানকে পূর্ণ সমর্থন
ডাকসু নির্বাচন: যানবাহন চলাচল সংক্রান্ত ডিএমপির গণবিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
১০