চট্টগ্রামে ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে পুলিশের হাতে সোপর্দ

বাসস
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫২
ঘাতক দালাল নির্মূল কমিটির (ঘাদানিক) এক নারী নেত্রীকে পুলিশে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদল নারী। ছবি: বাসস

চট্টগ্রাম, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের জিপিও’র সামনে থেকে ঘাতক দালাল নির্মূল কমিটির (ঘাদানিক) এক নারী নেত্রীকে ধরে পুলিশে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদল নারী। 

কানিজ ফাতেমা লিমা নামে ওই নারী নেত্রী একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলা শাখার সহ-মহিলা বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

রবিবার বিকেল ৪টার দিকে তাকে আটক করে থানায় নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, আপাতত তিনি থানা হেফাজতে রয়েছেন। যাচাই-বাছাই শেষে ব্যবস্থা নেওয়া হবে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ‘কানিজ ফাতেমা লিমা নামে একজনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেত্রী থানায় এনেছেন। তিনি ৭১’এর ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলা কামিটির সহ-মহিলা বিষয়ক সম্পাদক বলে জানতে পেরেছি। বর্তমানে তিনি আমাদের থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে থানায় মামলা আছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবিতে কবি সুফিয়া কামাল হল ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ৬৩ ছাত্রী
ইরাকে নির্বাচনের পর কী হতে পারে ?
ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ছাত্রের মৃত্যু
বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদ্‌যাপিত
বাউফলে প্রণোদনার বীজ ও সার বিতরণ
১৯৯৪ সালের প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার ঘটনায় মেক্সিকোতে সন্দেহভাজন গ্রেপ্তার
বাগেরহাটে সংসদীয় চারটি আসন বহাল রাখায় আনন্দ মিছিল
বোয়ালখালীতে মুজিব সৈনিক সরোয়ার গ্রেপ্তার
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ, সম্পাদক হায়দার
আগামীর বাংলাদেশ ভাবনায় বাকৃবি ছাত্রদলের সেমিনার
১০