রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৬

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : রাজধানীর মাতুয়াইলে রাস্তা অতিক্রম করার সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এই সময় তাদের সঙ্গে থাকা মেয়ে জুঁই আক্তার (১৪) গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার সকাল ৭টার দিকে মাতুয়াইল সাদ্দাম মার্কেটের বিপরীতে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন রুনা আক্তার ও তার স্বামী আব্দুল জব্বার। গুরুতর আহতাবস্থায় তাদের মেয়ে জুঁই আক্তার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের স্বজনরা জানিয়েছেন, তাদের গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর এলাকায়। থাকতেন রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায়।

যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক মো. মাহমুদুল হাসান ইরফান টেলিফোনে বাসস’কে জানিয়েছেন, ‘সকালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রুনা আক্তার। পরে হাসপাতালে মারা যান আব্দুল জব্বার।’

তিনি আরো জানিয়েছেন, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায়। এই বিষয়ে তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশে জুন মাসের পিএমআই সম্প্রসারণের হার ৫৩.১ রেকর্ড করা হয়েছে
টানা ৩০ বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জয় অব্যাহত অস্ট্রেলিয়ার
বাংলা একাডেমির কার্যক্রমে গুণগত পরিবর্তন ও সংস্কারে কমিটি গঠন করেছে মন্ত্রণালয়
গিল-দীপের নৈপুন্যে দারুণভাবে সিরিজে সমতা ফেরাল ভারত
চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় পিকআপ চালক ও মিরসরাইয়ে শিশু নিহত
৬০ দিনের মধ্যে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আবেদনের নিষ্পত্তি চায় এনডিএম
ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের চার ব্যাংক হিসাব অবরুদ্ধ
শ্রীলংকার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের চ্যালেঞ্জ বাংলাদেশের
চাঁদপুরে মেয়াদাত্তীর্ণ ওষুধ ও খাবার বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
সিলেটে ওএমএস কার্যক্রম শুরু
১০