রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৬

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : রাজধানীর মাতুয়াইলে রাস্তা অতিক্রম করার সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এই সময় তাদের সঙ্গে থাকা মেয়ে জুঁই আক্তার (১৪) গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার সকাল ৭টার দিকে মাতুয়াইল সাদ্দাম মার্কেটের বিপরীতে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন রুনা আক্তার ও তার স্বামী আব্দুল জব্বার। গুরুতর আহতাবস্থায় তাদের মেয়ে জুঁই আক্তার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের স্বজনরা জানিয়েছেন, তাদের গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর এলাকায়। থাকতেন রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায়।

যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক মো. মাহমুদুল হাসান ইরফান টেলিফোনে বাসস’কে জানিয়েছেন, ‘সকালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রুনা আক্তার। পরে হাসপাতালে মারা যান আব্দুল জব্বার।’

তিনি আরো জানিয়েছেন, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায়। এই বিষয়ে তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কেসিসিতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন
লিগ্যাল এইডের টোল ফ্রি নম্বরে ১,৮৯,৮৯৬ জনকে আইনি সেবা
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের আইনি সহায়তা পেল ২৯,৫২৯ জন 
অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড
ডাকসু নির্বাচনে অনিদের প্রার্থীতা প্রত্যাহার, ছাত্রদলের জেসানকে পূর্ণ সমর্থন
ডাকসু নির্বাচন: যানবাহন চলাচল সংক্রান্ত ডিএমপির গণবিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
১০