মুন্সীগঞ্জে ইটভাটা ও সার কারখানায় অভিযান চালিয়ে ২৯ লক্ষ টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৮
মুন্সীগঞ্জে ইটভাটা ও সার কারখানায় অভিযান চালিয়ে ২৯ লক্ষ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। ছবি: বাসস

মুন্সীগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : জেলার সিরাজদিখানে পরিবেশ আইন অমান্য করার অভিযোগে ৫ ইটভাটাকে ২৬ লক্ষ টাকা এবং এক সার কারখানাকে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। 

পরিবেশ অধিদপ্তরের মুন্সীগঞ্জের সহকারী পরিচালক মোঃ সানোয়ার হোসেন  জানান, গতকাল রোববার বেলা ২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত জেলার সিরাজদিখান উপজেলার আকবরনগর এবং সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের  ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে। 

তিনি জানান, এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় এবং জেলা প্রশাসনের অনুমোদন ব্যতীত ইট তৈরির জন্য ইটভাটায় মাটি সংগ্রহ করায় সিরাজদিখান  উপজেলার আকবরনগর এলাকার মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্স ব্রিকসকে ৬ লক্ষ টাকা, মেসার্স নূর ব্রিকস ম্যানুফ্যাকচারিং, বিসমিল্লাহ ব্রিকস, দেওয়ান ব্রিকস, এবং  মেসার্স ন্যাশনাল ব্রিকস-এর প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে মোট ২৬ লক্ষ টাকা জরিমানা করা হয়।  

তিনি আরো জানান, ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে জরিমানার টাকা পরিশোধ না করায় ৩টি ইটভাটার ম্যানেজারকে জেলা হাজতে প্রেরণ করা হয়। একই সাথে ভ্রাম্যমান আদালত সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকায় পরিবেশের ছাড়পত্র ব্যতীত সার কারখানা পরিচালনা করায় ‘নওপাড়া গ্রুপ’ নামে এক সার কারখানাকে ৩ লক্ষ টাকা জরিমানা করে।

এ অভিযান পরিচালনা করেন চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিষ্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের অপর স্পেশাল ম্যাজিষ্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইফতি হাসান ইমরান এবং পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক ও সিনিয়র কেমিষ্ট মোঃ সানোয়ার হোসেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কেসিসিতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন
লিগ্যাল এইডের টোল ফ্রি নম্বরে ১,৮৯,৮৯৬ জনকে আইনি সেবা
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের আইনি সহায়তা পেল ২৯,৫২৯ জন 
অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড
ডাকসু নির্বাচনে অনিদের প্রার্থীতা প্রত্যাহার, ছাত্রদলের জেসানকে পূর্ণ সমর্থন
ডাকসু নির্বাচন: যানবাহন চলাচল সংক্রান্ত ডিএমপির গণবিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
১০