ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৯ আপডেট: : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩১

ঝিনাইদহ, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে শফি মিয়া (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। । দুর্ঘটনায় উলফাত মিয়া (৪০) নামে অপর একজন আহত হয়েছেন।

আজ সোমবার সকাল সাড়ে ৮টায় যশোর-ঝিনাইদহ মহাসড়কের দুলালমুন্দিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফি মিয়া জেলার শৈলকূপা উপজেলার হড়রা গ্রামের গোলাম সরওয়ারের ছেলে।

বারোবাজার হাইওয়ে পুলিশের ওসি মহসিন হোসেন জানান, শৈলকুপা উপজেলার গোকুলনগর গ্রামের পেয়াজ ব্যবসায়ী উলফাত মিয়া ও হড়রা গ্রামের শফি মিয়া মোটরসাইকেল যোগে যশোর যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল সাড়ে ৮টার দিকে দুলালমুন্দিয়া বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তায় উল্টে যায়। এতে মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফি মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত উলফাত মিয়া ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবিতে কবি সুফিয়া কামাল হল ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ৬৩ ছাত্রী
ইরাকে নির্বাচনের পর কী হতে পারে ?
ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ছাত্রের মৃত্যু
বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদ্‌যাপিত
বাউফলে প্রণোদনার বীজ ও সার বিতরণ
১৯৯৪ সালের প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার ঘটনায় মেক্সিকোতে সন্দেহভাজন গ্রেপ্তার
বাগেরহাটে সংসদীয় চারটি আসন বহাল রাখায় আনন্দ মিছিল
বোয়ালখালীতে মুজিব সৈনিক সরোয়ার গ্রেপ্তার
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ, সম্পাদক হায়দার
আগামীর বাংলাদেশ ভাবনায় বাকৃবি ছাত্রদলের সেমিনার
১০