বাগেরহাট থেকে ট্রাকভর্তি কাঠ যাচ্ছে বিভিন্ন জেলার ইটভাটায়

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২২
বাগেরহাট থেকে ট্রাকভর্তি কাঠ যাচ্ছে বিভিন্ন জেলার ইটভাটায় । ছবি : বাসস

বাগেরহাট, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): জেলার কচুয়া উপজেলার বিভিন্ন স্পট থেকে বিভিন্ন প্রজাতির গাছ কেটে  ট্রাকভর্তি করে জ্বালানী কাঠ হিসেবে যাচ্ছে খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ কুষ্টিয়া মেহেরপুরের ইটভাটায়।

অধিক দাম পাবার আশায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী  সবুজ বাগান কিনে গাছ কাঠুরিয়াদের থেকে টুকরো টুকরো করে ট্রাকে নিয়ে যায় সরকার কর্তৃক নিষিদ্ধ ইটের ভাটায়।কচুয়া থানার পাশে,গোপালপুর সহ সাতটি ইউনিয়নের বিভিন্ন স্পট থেকে প্রতিদিন  ট্রাকে যাচ্ছে এই জ্বালানী। প্রতিনিয়ত এ দৃশ্য চোখে পড়ে।

ইতোমধ্যে কচুয়ার অনেক সবুজ বাগানের গাছ কেটে উজাড় করছে একশ্রেণির অসাধু ব্যবসায়ী। ফলে প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে ও পরিবেশ হুমকির সম্মুখীন হওয়ায় স্থানীয় পরিবেশবিদ আমিনুল ইসলাম  জানান, এতে মারাত্মক ভাবে প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনবে ভয়াবহ পরিস্থিতি। কাঠ ব্যবসার সাথে জড়িত  আলিফ বাসসকে জানান, প্রায় বিশ বছর ধরে এভাবেই শুকনা মৌসুমে বাগানে বেড়ে উঠা গাছ কিনে তারা অধিক দামের আশায় ব্যবসা চালিয়ে যাচ্ছে। এদিকে গ্রামের বাড়ি গুলোতে ব্যাপক জ্বালানি সংকট দেখা দিয়েছে।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আসাদুর রহমান  বাসসকে জানান, এমনিতেই ২৫ শতাংশ গাছ থাকা আবশ্যক তার চেয়েও অনেক কম রয়েছে। তাই এভাবে গাছ কাটা হলে পরিবেশের উপর মারাত্মক হুমকি। গ্রীন হাউস ও গাছ দেয় পরিশুদ্ধ অক্সিজেন। অবিলম্বে এটি বন্ধ করতে  আইনশৃঙ্খলা ও পরিবেশ সভায় উত্থাপন করে এর সাথে যুক্ত অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে  তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০