বাগেরহাট থেকে ট্রাকভর্তি কাঠ যাচ্ছে বিভিন্ন জেলার ইটভাটায়

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২২
বাগেরহাট থেকে ট্রাকভর্তি কাঠ যাচ্ছে বিভিন্ন জেলার ইটভাটায় । ছবি : বাসস

বাগেরহাট, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): জেলার কচুয়া উপজেলার বিভিন্ন স্পট থেকে বিভিন্ন প্রজাতির গাছ কেটে  ট্রাকভর্তি করে জ্বালানী কাঠ হিসেবে যাচ্ছে খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ কুষ্টিয়া মেহেরপুরের ইটভাটায়।

অধিক দাম পাবার আশায় একশ্রেণির অসাধু ব্যবসায়ী  সবুজ বাগান কিনে গাছ কাঠুরিয়াদের থেকে টুকরো টুকরো করে ট্রাকে নিয়ে যায় সরকার কর্তৃক নিষিদ্ধ ইটের ভাটায়।কচুয়া থানার পাশে,গোপালপুর সহ সাতটি ইউনিয়নের বিভিন্ন স্পট থেকে প্রতিদিন  ট্রাকে যাচ্ছে এই জ্বালানী। প্রতিনিয়ত এ দৃশ্য চোখে পড়ে।

ইতোমধ্যে কচুয়ার অনেক সবুজ বাগানের গাছ কেটে উজাড় করছে একশ্রেণির অসাধু ব্যবসায়ী। ফলে প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে ও পরিবেশ হুমকির সম্মুখীন হওয়ায় স্থানীয় পরিবেশবিদ আমিনুল ইসলাম  জানান, এতে মারাত্মক ভাবে প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনবে ভয়াবহ পরিস্থিতি। কাঠ ব্যবসার সাথে জড়িত  আলিফ বাসসকে জানান, প্রায় বিশ বছর ধরে এভাবেই শুকনা মৌসুমে বাগানে বেড়ে উঠা গাছ কিনে তারা অধিক দামের আশায় ব্যবসা চালিয়ে যাচ্ছে। এদিকে গ্রামের বাড়ি গুলোতে ব্যাপক জ্বালানি সংকট দেখা দিয়েছে।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আসাদুর রহমান  বাসসকে জানান, এমনিতেই ২৫ শতাংশ গাছ থাকা আবশ্যক তার চেয়েও অনেক কম রয়েছে। তাই এভাবে গাছ কাটা হলে পরিবেশের উপর মারাত্মক হুমকি। গ্রীন হাউস ও গাছ দেয় পরিশুদ্ধ অক্সিজেন। অবিলম্বে এটি বন্ধ করতে  আইনশৃঙ্খলা ও পরিবেশ সভায় উত্থাপন করে এর সাথে যুক্ত অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে  তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কেসিসিতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন
লিগ্যাল এইডের টোল ফ্রি নম্বরে ১,৮৯,৮৯৬ জনকে আইনি সেবা
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের আইনি সহায়তা পেল ২৯,৫২৯ জন 
অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড
ডাকসু নির্বাচনে অনিদের প্রার্থীতা প্রত্যাহার, ছাত্রদলের জেসানকে পূর্ণ সমর্থন
ডাকসু নির্বাচন: যানবাহন চলাচল সংক্রান্ত ডিএমপির গণবিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
১০