কিশোরগঞ্জে বাসচাপায় দুই স্কুল ছাত্র নিহত

বাসস
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫০
কিশোরগঞ্জ জেলায় আজ বাসচাপায় দুই স্কুল ছাত্র নিহত হয়েছে। ছবি: বাসস

কিশোরগঞ্জ, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় আজ বাসচাপায় দুই স্কুল ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার কটিয়াদী উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের বানিয়াগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

নিহত আলী আকবর (১৩) মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে মধ্যপাড়া গ্রামের ফারুকের ছেলে ও জুনায়েদ (১২) একই এলাকার ফেরদৌসের ছেলে। সে একই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। নিহত দুজন চাচাতো ভাই।

স্থানীয়রা জানায়, মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে তারা একটি মোটরসাইকেলে করে যাচ্ছিল। মধ্যপাড়া সড়কে একটি বাস তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আলী আকবর নিহত ও জুনায়েদ আহত হয়। জুনায়েদকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই এক শিক্ষার্থী ও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তাদের মরদেহ রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুবির সাসটেইনেবিলিটি নেটওয়ার্কের সভাপতি করিনা, সম্পাদক সুমিত
রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ 
জুলাই সনদ নিয়ে সরকারের প্রতি 'সতর্ক পদক্ষেপ গ্রহণের’ আহ্বান বিএনপির
ভারতের মোদি জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের জন্য ভুটান সফর করছেন
বাগেরহাটে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক সভা
বরগুনায় বিএনপিতে যোগদান ৫ শতাধিক হিন্দু সম্প্রদায়ের
২০৩৪ সালের মধ্যে দাঁতের ফিলিংয়ে পারদ ব্যবহার বন্ধের সিদ্ধান্ত 
রাতের তাপমাত্রা কমতে পারে; আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা
বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে ঢাকার ১০ পয়েন্টে কাল প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও জুলাইয়ের গান
১০