চুয়াডাঙ্গা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় আজ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।
জেলা আনসার কমাণ্ডার ফারুক ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপ- মহাপরিচালক মো: নুরুল হাসান ফরিদী (বিএম)।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝিনাইদহ জেলা কমান্ডার মিজানুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক সামসুল হক।
এছাড়াও স্বাবলম্বী হওয়া ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন ভিডিপির সদস্য আব্দুল কাদের।
পরে কর্মক্ষেত্রে সফলতা অর্জন করায় ৩০ জন আনসার সদস্যের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।