মাগুরা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫(বাসস) : মাগুরা জেলা কার্যালয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলার শত্রুজিতপুর বাজারে বিশেষ অভিযান পরিচালিত হয়। আজ বেলা ১২টা থেকে ২.৩০ পর্যন্ত চলা এ অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, ফার্মেসি, গ্যাসের দোকান, কনফেকশনারি এবং মুদিদোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযান চলাকালে মেসার্স মাতৃভান্ডারে প্রচুর পরিমানে মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ জব্দ করা হয়। এছাড়া, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদ ও মূল্যবিহীন পণ্য বিক্রয় এবং খাদ্যপণ্য অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণের মতো অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের কারণে প্রতিষ্ঠানটির মালিক মিলন কুমার সাহাকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের আইন লঙ্ঘন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন অফিসের প্রতিনিধি আলমগীর হোসেন এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।