সিলেটে ট্রেনের ধাক্কায় বরের গাড়ি ছিঁটকে ধান ক্ষেতে

বাসস
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০০

সিলেট, ১৮ফেব্রুয়ারি, ২০২৫(বাসস): সিলেটের ফেঞ্চুগঞ্জ রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় বরের প্রাইভেটকার ছিটকে ধান ক্ষেতে গিয়ে পড়েছে। এতে বরের গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ রেল ক্রসিং-এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরযাত্রী নিয়ে যাওয়ার জন্য ফুল দিয়ে সাজানোর পর গাড়িটিকে বরের বাসায় নিয়ে যাচ্ছিলেন চালক। পথে ফেঞ্চুগঞ্জ রেল ক্রসিংয়ে ওঠার সঙ্গে-সঙ্গে গাড়ির স্টার্ট হঠাৎ বন্ধ হয়ে যায়। চালক গাড়ি চালুর চেষ্টা করে ব্যর্থ হন। এ সময় সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে এসে প্রাইভেটকারের সামনের অংশে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার ধান ক্ষেতে ছিটকে পড়ে। স্থানীয়রা দ্রুত গাড়ির চালককে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  চালকের নাম তাৎক্ষণিক জানা যায়নি।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক বলেন, আহত চালককে প্রথমে ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলেও কিছুক্ষণ পর তার স্বজনরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুবির সাসটেইনেবিলিটি নেটওয়ার্কের সভাপতি করিনা, সম্পাদক সুমিত
রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ 
জুলাই সনদ নিয়ে সরকারের প্রতি 'সতর্ক পদক্ষেপ গ্রহণের’ আহ্বান বিএনপির
ভারতের মোদি জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের জন্য ভুটান সফর করছেন
বাগেরহাটে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক সভা
বরগুনায় বিএনপিতে যোগদান ৫ শতাধিক হিন্দু সম্প্রদায়ের
২০৩৪ সালের মধ্যে দাঁতের ফিলিংয়ে পারদ ব্যবহার বন্ধের সিদ্ধান্ত 
রাতের তাপমাত্রা কমতে পারে; আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা
বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে ঢাকার ১০ পয়েন্টে কাল প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও জুলাইয়ের গান
১০