সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বাসস
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৪ আপডেট: : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩২

সিলেট, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): সিলেটের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় কাজল দাস (২২) নামে এক যুবক নিহত হয়েছে।

জৈন্তাপুর পুলিশ জানিয়েছে, গতকাল সোমবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার চারিকাটা ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজল দাস (২২) জৈন্তাপুরে উপজেলার চারিকাটা ইউনিয়নের সরুখেল গ্রামের নিরেন্দ্র দাসের ছেলে।

পুলিশ জানায়, সোমবার দিনগত রাত দেড়টার দিকে কাজল দাস নিজ বাড়ি যাওয়ার পথে লালাখাল চারিকাটা বাজার এলাকায় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাজলকে মৃত ঘোষণা করেন।

জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ওসমান গনি আজ জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ বৈঠকের আগে তেলের দাম বৃদ্ধি
মোংলায় বাঁধ ভেঙে ডুবেছে গ্রাম, ফসলি জমি 
মার্কিন শুল্কের কারণে ব্রাজিলের মৎস্য শিল্প ক্ষতিগ্রস্ত
ডলফিন সংরক্ষণে সচেতনতামূলক মাইকিং
পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে ২৩ জনের মৃত্যু
ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে শেরপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা 
জলাধার, মাঠ ও পার্ক সংরক্ষণে বিভিন্ন দফতরে চিঠি পাঠিয়েছে ডিএনসিসি
ট্রাম্পের শুল্ক পানামা খালের জাহাজ চলাচল কমাতে পারেনি 
ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বর্ষণ হতে পারে
১০