চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৯

চট্টগ্রাম, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের আরও ৩২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

আজ মঙ্গলবার বিকেলে নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর ১টা থেকে মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইসমাইল (৬০), মোহাম্মদ নাছির উদ্দিন (৪৭), মোহাম্মদ রকিবুল কাদের প্রকাশ মাহিম (২২), ইমন আহাম্মদ (২৪), মো. রাসেল (১৯), মো. জহেদুল ইসলাম (২৫), মো. আরিফ (৩৬), আব্দুল শাক্কুর ফারুকী (৬৫), মো. সাইফুল ইসলাম (৪৭), মো. আরমান হোসেন প্রকাশ আরমান হাজারী (২৫), মো. সজিব (১৯), মো. সালাউদ্দিন (৪২), সৈয়দ মোহাম্মদ সাইদুল্লাহ (৩৬), মো. সোহেল রানা (২৪), রবিউল হোসেন (৪২), মো. কামরুল হাসান হৃদয় (২০), মো. রাজন হোসেন (২৪), মো. নাজমুল হোসেন (৪৩), মো. মনিরুল হক (৪৩), জাহিদ হাসান মুন্না (২০), তাসলিমা বেগম (৪০), মো. আসাদ (৩৮),  মো. নুরুল হক (৪০), ছাদিয়া বেগম (২০), শারমীন আক্তার (২১), মো. আলম শাহ (৫২), মো. আকবর হোসেন খোকন (৪০), মো. সেলিম প্রকাশ-বাদশা (৪০), মো. সোহেল (৩৭), মো. গিয়াস উদ্দিন (৩৭), মো. বেলাল উদ্দিন (৫০), সমর কান্তি ধর (৫২)।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাস বিরোধী আইনেসহ একাধিক মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাগুরায় সড়ক দুর্ঘটনায় আহত ১২, একজন আশঙ্কাজনক
৮০০ বছরের ঐতিহ্যের ধারক হবিগঞ্জের শংকরপাশা শাহী জামে মসজিদ
বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে শুরু হচ্ছে দুই দিনব্যাপী বসতি মেলা
সুনামগঞ্জে ভূমিকম্প মোকাবিলায় করণীয় শীর্ষক কর্মশালা 
সন্দেহভাজন বেলুনের কারণে লিথুয়ানিয়ার প্রধান বিমানবন্দর বন্ধ
আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু হবে শিগগিরই: চিফ প্রসিকিউটর
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি
ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
দুদকের মামলা থেকে খালাস পেলেন গয়েশ্বর চন্দ্র রায়
রাসায়নিক দুর্যোগে হাসপাতালের প্রস্তুতি বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু
১০