চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৯

চট্টগ্রাম, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের আরও ৩২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

আজ মঙ্গলবার বিকেলে নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর ১টা থেকে মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইসমাইল (৬০), মোহাম্মদ নাছির উদ্দিন (৪৭), মোহাম্মদ রকিবুল কাদের প্রকাশ মাহিম (২২), ইমন আহাম্মদ (২৪), মো. রাসেল (১৯), মো. জহেদুল ইসলাম (২৫), মো. আরিফ (৩৬), আব্দুল শাক্কুর ফারুকী (৬৫), মো. সাইফুল ইসলাম (৪৭), মো. আরমান হোসেন প্রকাশ আরমান হাজারী (২৫), মো. সজিব (১৯), মো. সালাউদ্দিন (৪২), সৈয়দ মোহাম্মদ সাইদুল্লাহ (৩৬), মো. সোহেল রানা (২৪), রবিউল হোসেন (৪২), মো. কামরুল হাসান হৃদয় (২০), মো. রাজন হোসেন (২৪), মো. নাজমুল হোসেন (৪৩), মো. মনিরুল হক (৪৩), জাহিদ হাসান মুন্না (২০), তাসলিমা বেগম (৪০), মো. আসাদ (৩৮),  মো. নুরুল হক (৪০), ছাদিয়া বেগম (২০), শারমীন আক্তার (২১), মো. আলম শাহ (৫২), মো. আকবর হোসেন খোকন (৪০), মো. সেলিম প্রকাশ-বাদশা (৪০), মো. সোহেল (৩৭), মো. গিয়াস উদ্দিন (৩৭), মো. বেলাল উদ্দিন (৫০), সমর কান্তি ধর (৫২)।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাস বিরোধী আইনেসহ একাধিক মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর সম্মাননা প্রদান
মার্কিন শুল্ক আলোচনার বাস্তবসম্মত সমাধানের আহ্বান জানিয়েছে জার্মানি
১৪ জুলাই : দাবি আদায়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
গাজায় ইসরাইলি হামলায় নিহত ২৭
মাগুরায় বাস-ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ১০
ইসরাইলি হামলায় লেবাননে নিহত ১
বগুড়ায় বাড়ির গেইটের সামনে থেকে যুবকের মরদেহ উদ্ধার
নরসিংদীতে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত
নাটোরে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় সভা
সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ‘ভয়ের সংস্কৃতি’ ভেঙে জুলাই আন্দোলনকে জাতীয় রূপ দেওয়া : আসাদুল্লাহ আল গালিব
১০