বান্দরবানে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত

বাসস
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৮

বান্দরবান, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): জেলার রুমা উপজেলায় আজ বাস চাপায় মথি ত্রিপুরা (৯) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা বারোটায় রুমা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী।

নিহত শিক্ষার্থী মথি ত্রিপুরা রুমা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী এবং রুমা সদর ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের আনন্দপাড়া গ্রামের রুদ্রিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ছুটি শেষে স্কুল থেকে বের হয়ে সড়ক পার হচ্ছিল শিক্ষার্থী মথি ত্রিপুরা। এসময় পিছন থেকে স্থানীয় ‘সুগন্ধা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মথি ত্রিপুরাকে ধাক্কা দিলে স্কুলের দেয়ালের সঙ্গে চাপা লেগে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থ থেকে নিহত শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে ঘাতক বাস ও বাসের চালক সাইফুল ইসলামকে আটক করে।

বাস চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে ঘাতক বাস ও বাসের চালককে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত ইসলামীর আমিরের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
নারীর দক্ষতা ও কর্মসংস্থান উন্নয়নে হরাইজন ফেস্ট উদ্বোধন
গবেষণা, উদ্ভাবন ও শিল্পের মধ্যে আমাদের সেতুবন্ধন গড়ে তুলতে হবে: অর্থ উপদেষ্টা
সাতক্ষীরা সীমান্ত থেকে চোরাচালান পণ্য জব্দ
লালমনিরহাটে বন্যা কবলিতদের পাশে বিএনপি নেতা দুলু
ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামকে দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য
পাচারকৃত অর্থ উদ্ধারে ১২টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির নির্দেশ বাংলাদেশ ব্যাংকের 
নীলফামারীতে তিস্তার বন্যা পরিস্থিতির আরও উন্নতি
তুরস্ক বাংলাদেশে নির্বাচনের অপেক্ষায় রয়েছে: আমীর খসরু
আগামীতে বজ্রপাতের তীব্রতা আরও বাড়বে: বিশেষজ্ঞের সতর্কতা
১০