টাঙ্গাইল, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস): জেলায় আজ ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার শতভাগ পরিহারকরণ, পুনঃব্যবহারযোগ্য ও পরিবেশবান্ধব উপকরণ হিসেবে প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহারে উৎসাহ প্রদান’ শীর্ষক এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের আয়োজনে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল- এর উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক।
এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা, বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মুহম্মদ আজিজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন ।