সাতক্ষীরায় ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি

বাসস
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪০
সাতক্ষীরায় ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। ছবি : বাসস

সাতক্ষীরা, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : বিজিবির চোরাচালান বিরোধীবিশেষ অভিযানে ভারতীয় শাড়ি ও থ্রিপিসসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানাধীন ভোমরা পশ্চিমপাড়া হতে ভোমরা বিওপির একটি আভিযানিক দল ভারতীয় শাড়ি, তলুইগাছা বিওপির সদস্যরা বিশেষ আভিযানে কেড়াগাছি বাঁশবাগান হতে ভারতীয় শাড়ি ও বোরকা, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির সদস্যরা পৃথক দুটি বিশেষ আভিযানে ভাদিয়ালী ও কেঁড়াগাছি হতে ভারতীয় শাড়ি ও থ্রিপিস, সদর থানাধীন ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা বিশেষ আভিযানে ঝাউডাঙ্গা চেকপোষ্ট হতে ভারতীয় নাইটি, হিজলদী বিওপির বিশেষ আভিযানে পশ্চিমপাড়া হতে ভারতীয় শাড়ি জব্দ করেন। এ ছাড়া ব্যাটালিয়ন সদরের সদস্যরা বিশেষ আভিযানে সোনাডাঙ্গা নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করেন।

শাড়িসহ জব্দকৃত মালামালের বাজার মোট আনুমানিক মূল্য দুইলাখ ৫০ হাজার টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করায় এসব মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জয়পুরহাটে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালনে দোয়া মাহফিল
নাটোরের নারদ নদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু 
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ বৈঠকের আগে তেলের দাম বৃদ্ধি
মোংলায় বাঁধ ভেঙে ডুবেছে গ্রাম, ফসলি জমি 
মার্কিন শুল্কের কারণে ব্রাজিলের মৎস্য শিল্প ক্ষতিগ্রস্ত
ডলফিন সংরক্ষণে সচেতনতামূলক মাইকিং
পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে ২৩ জনের মৃত্যু
ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে শেরপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা 
জলাধার, মাঠ ও পার্ক সংরক্ষণে বিভিন্ন দফতরে চিঠি পাঠিয়েছে ডিএনসিসি
১০