সাতক্ষীরায় ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি

বাসস
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪০
সাতক্ষীরায় ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। ছবি : বাসস

সাতক্ষীরা, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : বিজিবির চোরাচালান বিরোধীবিশেষ অভিযানে ভারতীয় শাড়ি ও থ্রিপিসসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানাধীন ভোমরা পশ্চিমপাড়া হতে ভোমরা বিওপির একটি আভিযানিক দল ভারতীয় শাড়ি, তলুইগাছা বিওপির সদস্যরা বিশেষ আভিযানে কেড়াগাছি বাঁশবাগান হতে ভারতীয় শাড়ি ও বোরকা, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির সদস্যরা পৃথক দুটি বিশেষ আভিযানে ভাদিয়ালী ও কেঁড়াগাছি হতে ভারতীয় শাড়ি ও থ্রিপিস, সদর থানাধীন ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা বিশেষ আভিযানে ঝাউডাঙ্গা চেকপোষ্ট হতে ভারতীয় নাইটি, হিজলদী বিওপির বিশেষ আভিযানে পশ্চিমপাড়া হতে ভারতীয় শাড়ি জব্দ করেন। এ ছাড়া ব্যাটালিয়ন সদরের সদস্যরা বিশেষ আভিযানে সোনাডাঙ্গা নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করেন।

শাড়িসহ জব্দকৃত মালামালের বাজার মোট আনুমানিক মূল্য দুইলাখ ৫০ হাজার টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করায় এসব মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুবির সাসটেইনেবিলিটি নেটওয়ার্কের সভাপতি করিনা, সম্পাদক সুমিত
রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ 
জুলাই সনদ নিয়ে সরকারের প্রতি 'সতর্ক পদক্ষেপ গ্রহণের’ আহ্বান বিএনপির
ভারতের মোদি জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের জন্য ভুটান সফর করছেন
বাগেরহাটে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক সভা
বরগুনায় বিএনপিতে যোগদান ৫ শতাধিক হিন্দু সম্প্রদায়ের
২০৩৪ সালের মধ্যে দাঁতের ফিলিংয়ে পারদ ব্যবহার বন্ধের সিদ্ধান্ত 
রাতের তাপমাত্রা কমতে পারে; আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা
বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে ঢাকার ১০ পয়েন্টে কাল প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও জুলাইয়ের গান
১০