সাতক্ষীরায় ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি

বাসস
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪০
সাতক্ষীরায় ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। ছবি : বাসস

সাতক্ষীরা, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : বিজিবির চোরাচালান বিরোধীবিশেষ অভিযানে ভারতীয় শাড়ি ও থ্রিপিসসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানাধীন ভোমরা পশ্চিমপাড়া হতে ভোমরা বিওপির একটি আভিযানিক দল ভারতীয় শাড়ি, তলুইগাছা বিওপির সদস্যরা বিশেষ আভিযানে কেড়াগাছি বাঁশবাগান হতে ভারতীয় শাড়ি ও বোরকা, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির সদস্যরা পৃথক দুটি বিশেষ আভিযানে ভাদিয়ালী ও কেঁড়াগাছি হতে ভারতীয় শাড়ি ও থ্রিপিস, সদর থানাধীন ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা বিশেষ আভিযানে ঝাউডাঙ্গা চেকপোষ্ট হতে ভারতীয় নাইটি, হিজলদী বিওপির বিশেষ আভিযানে পশ্চিমপাড়া হতে ভারতীয় শাড়ি জব্দ করেন। এ ছাড়া ব্যাটালিয়ন সদরের সদস্যরা বিশেষ আভিযানে সোনাডাঙ্গা নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করেন।

শাড়িসহ জব্দকৃত মালামালের বাজার মোট আনুমানিক মূল্য দুইলাখ ৫০ হাজার টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করায় এসব মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারে নির্বাচন অপরিহার্য: আমির খসরু
বরিশালে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সুনামগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা 
এমপিওভুক্ত শিক্ষকদের বাসা ভাড়া বেড়েছে, পরিপত্র জারি
সচিবালয়কে দিয়েই একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধের যাত্রা শুরু হলো : পরিবেশ উপদেষ্টা
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তের পেছনে ফ্যাসিস্ট দোসরদের মদদ রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় বাধা দানকারীরাই গণতন্ত্র ও সার্বভৌমত্বের শত্রু : দুদু
কর্ণফুলী টানেলে দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
শিক্ষকদের মর্যাদাসম্পন্ন বেতন কাঠামোসহ ১২ দফা দাবি জানিয়েছে ইউট্যাব
প্রবীণদের ইস্যুগুলোকে সংস্কারে অন্তর্ভুক্ত করা হবে : পরিকল্পনা উপদেষ্টা
১০