সাতক্ষীরায় ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি

বাসস
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪০
সাতক্ষীরায় ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। ছবি : বাসস

সাতক্ষীরা, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : বিজিবির চোরাচালান বিরোধীবিশেষ অভিযানে ভারতীয় শাড়ি ও থ্রিপিসসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানাধীন ভোমরা পশ্চিমপাড়া হতে ভোমরা বিওপির একটি আভিযানিক দল ভারতীয় শাড়ি, তলুইগাছা বিওপির সদস্যরা বিশেষ আভিযানে কেড়াগাছি বাঁশবাগান হতে ভারতীয় শাড়ি ও বোরকা, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির সদস্যরা পৃথক দুটি বিশেষ আভিযানে ভাদিয়ালী ও কেঁড়াগাছি হতে ভারতীয় শাড়ি ও থ্রিপিস, সদর থানাধীন ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা বিশেষ আভিযানে ঝাউডাঙ্গা চেকপোষ্ট হতে ভারতীয় নাইটি, হিজলদী বিওপির বিশেষ আভিযানে পশ্চিমপাড়া হতে ভারতীয় শাড়ি জব্দ করেন। এ ছাড়া ব্যাটালিয়ন সদরের সদস্যরা বিশেষ আভিযানে সোনাডাঙ্গা নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করেন।

শাড়িসহ জব্দকৃত মালামালের বাজার মোট আনুমানিক মূল্য দুইলাখ ৫০ হাজার টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করায় এসব মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিক্ষার্থী হত্যাচেষ্টা: সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মুকিম রিমান্ডে
অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র: সাবেক সচিব শফিকুল ইসলাম কারাগারে
ট্রাম্পের কালো তালিকা ‘প্রত্যাখ্যান’ চীনের
নেপালে চলমান বিক্ষোভের মুখে ১১৪ জন যাত্রীসহ ঢাকায় ফেরত এলো বিমান 
সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
জাকসু নির্বাচন: অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে হাইকোর্টের আদেশ স্থগিত
কুয়াকাটায় ধরা পড়ল গিনি অ্যাঞ্জেলফিশ
ডাকসু ও হল সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন
গুজব-অপতথ্য প্রতিহত করার ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্য সচিব
নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা: বাইরে না যাওয়ার নির্দেশ
১০