বেরোবিতে পাঁচ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা শুরু

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৪৭
ছবি: বাসস

রংপুর, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রংপুর-এ জুলাই বিপ্লবের অগ্র সৈনিক আবু সাঈদ স্মরণে ‘শহীদ আবু সাঈদ বইমেলা’ শুরু হয়েছে। 

আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো স্বাধীনতা স্মারক মাঠে পাঁচ দিনব্যাপী এই বইমেলার উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও শহীদ ফেলানী খাতুনের বাবা নূর ইসলাম। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। 

এ উপলক্ষে মেলা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনে শহীদ আবু সাঈদের অসামান্য অবদানকে স্মরণীয় করে  রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এই বইমেলার আয়োজন করা হয়েছে। 

তিনি বলেন, বইমেলায় লেখক-পাঠক-দর্শনার্থীদের  প্রতিদিনের পদচারণা হবে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো। 

উপাচার্য আরো বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অকাতরে জীবন বিলিয়ে দেয়া আবু সাঈদ শ্রেষ্ঠ বীর হিসেবে বিশ্ব দরবারে আলোচিত নাম।

তিনি শহীদ আবু সাঈদের হত্যাকারীরা যতই শক্তিশালী হোক না কেন তাদের সকলকে বিচারের আওতায় আনার জোর দাবিও জানান।

এসময় তিনি জানান, আগামীতে আরো বড় পরিসরে মাসব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলার আয়োজন করা হবে। এবারের বই মেলাকে সার্থক করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

শহীদ আবু সাঈদ বইমেলা আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো মিজানুর রহমান।

এছাড়াও অন্যান্যের মধ্যে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, শহীদ ফেলানী খাতুনের বাবা নূর ইসলাম, তিস্তা ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. আশরাফুল আলম আল-আমিন, বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বক্তব্য রাখেন। 

পাঁচ দিনের এই বইমেলা চলবে  ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা ২টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত বইমেলা চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুবির সাসটেইনেবিলিটি নেটওয়ার্কের সভাপতি করিনা, সম্পাদক সুমিত
রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ 
জুলাই সনদ নিয়ে সরকারের প্রতি 'সতর্ক পদক্ষেপ গ্রহণের’ আহ্বান বিএনপির
ভারতের মোদি জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের জন্য ভুটান সফর করছেন
বাগেরহাটে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক সভা
বরগুনায় বিএনপিতে যোগদান ৫ শতাধিক হিন্দু সম্প্রদায়ের
২০৩৪ সালের মধ্যে দাঁতের ফিলিংয়ে পারদ ব্যবহার বন্ধের সিদ্ধান্ত 
রাতের তাপমাত্রা কমতে পারে; আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা
বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে ঢাকার ১০ পয়েন্টে কাল প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও জুলাইয়ের গান
১০