গোপালগঞ্জে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ১৬

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৯ আপডেট: : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৪

গোপালগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): জেলার কাশিয়ানীতে ফাল্গুনী পরিবহনের যাত্রীবাহী বাস ও কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়েছেন।

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাভার্ড ভ্যান চালক জাহাঙ্গীরের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বানকাটা গ্রামে বলে জানা গেছে।

আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রোমান মোল্যা বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পোনা এলাকায় পৌঁছালে, এ সময় বিপরীত দিক থেকে আসা নোভা কুরিয়াস সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে একজন নিহত ও অন্তত ১৬ জন আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত কাভার্ডভ্যান চালক জাহাঙ্গীরকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এতে সড়কের দুইপাশে তিন ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুবির সাসটেইনেবিলিটি নেটওয়ার্কের সভাপতি করিনা, সম্পাদক সুমিত
রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ 
জুলাই সনদ নিয়ে সরকারের প্রতি 'সতর্ক পদক্ষেপ গ্রহণের’ আহ্বান বিএনপির
ভারতের মোদি জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের জন্য ভুটান সফর করছেন
বাগেরহাটে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক সভা
বরগুনায় বিএনপিতে যোগদান ৫ শতাধিক হিন্দু সম্প্রদায়ের
২০৩৪ সালের মধ্যে দাঁতের ফিলিংয়ে পারদ ব্যবহার বন্ধের সিদ্ধান্ত 
রাতের তাপমাত্রা কমতে পারে; আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা
বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে ঢাকার ১০ পয়েন্টে কাল প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও জুলাইয়ের গান
১০