সিলেটে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৪

সিলেট, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : সিলেটের তামাবিল মহাসড়কে দুর্ঘটনায় এক নারীর মৃত্যু ঘটেছে। গতকাল মঙ্গলবার দিনগত রাতে তামাবিল সড়কের জৈন্তাপুর উমনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় নিহতের শিশু ছেলে ও অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, গতকাল রাত ৮টার দিকে চিকনাগুল উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে  জাফলংগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী জুমারা বেগম, ছেলে মেহেরাব ও চালক নুরুল গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক জুমারা বেগমকে মৃত ঘোষণা করেন।

নিহত জুমারা কানাইঘাট উপজেলার বড়বন্দ এলাকার দুলাল আহমেদের স্ত্রী। দুর্ঘটনায় নিহত মহিলার ছেলে মেহেরাব (১২) ও সিএনজি চালিত অটোরিকশা চালক নুরুল ইসলাম (৪০) আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান।

তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিক হাঁইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুবির সাসটেইনেবিলিটি নেটওয়ার্কের সভাপতি করিনা, সম্পাদক সুমিত
রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ 
জুলাই সনদ নিয়ে সরকারের প্রতি 'সতর্ক পদক্ষেপ গ্রহণের’ আহ্বান বিএনপির
ভারতের মোদি জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের জন্য ভুটান সফর করছেন
বাগেরহাটে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক সভা
বরগুনায় বিএনপিতে যোগদান ৫ শতাধিক হিন্দু সম্প্রদায়ের
২০৩৪ সালের মধ্যে দাঁতের ফিলিংয়ে পারদ ব্যবহার বন্ধের সিদ্ধান্ত 
রাতের তাপমাত্রা কমতে পারে; আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা
বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে ঢাকার ১০ পয়েন্টে কাল প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও জুলাইয়ের গান
১০