সিলেটে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৪

সিলেট, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : সিলেটের তামাবিল মহাসড়কে দুর্ঘটনায় এক নারীর মৃত্যু ঘটেছে। গতকাল মঙ্গলবার দিনগত রাতে তামাবিল সড়কের জৈন্তাপুর উমনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় নিহতের শিশু ছেলে ও অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, গতকাল রাত ৮টার দিকে চিকনাগুল উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে  জাফলংগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী জুমারা বেগম, ছেলে মেহেরাব ও চালক নুরুল গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক জুমারা বেগমকে মৃত ঘোষণা করেন।

নিহত জুমারা কানাইঘাট উপজেলার বড়বন্দ এলাকার দুলাল আহমেদের স্ত্রী। দুর্ঘটনায় নিহত মহিলার ছেলে মেহেরাব (১২) ও সিএনজি চালিত অটোরিকশা চালক নুরুল ইসলাম (৪০) আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান।

তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিক হাঁইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চব্বিশের গনঅভ্যুত্থানে শহীদ হালিমের কন্যার শিক্ষার দায়িত্ব নিলেন তারেক রহমান
অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাবের সাফল্য আকাশচুম্বী
শ্রমিকদের ন্যায্য অধিকার সংরক্ষণে কাজ করছে সরকার : শ্রম সচিব
ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
খুলনার বৃক্ষমেলায় চারদিনে ১০ হাজার ৪২৩টি চারা বিক্রি
যারা পুরোনো সিস্টেমকে টিকিয়ে রাখতে চায় জনগণ তাদের মেনে নেবে না : নাহিদ ইসলাম
আইএইএ’র সঙ্গে সহযোগিতা হবে ‘নতুন রূপে’ : ইরান
আমরা রাজনীতি করব নতুন প্রজন্মকে একটি সুন্দর স্থিতিশীল ভবিষ্যৎ দেওয়ার জন্য : আজম খান
সত্য প্রকাশ করলে ক্ষমা পাবেন ‘রাজসাক্ষী’ চৌধুরী মামুন
শিল্পকলায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে ‘ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ ১৪ জুলাই
১০