সিলেটে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৪

সিলেট, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : সিলেটের তামাবিল মহাসড়কে দুর্ঘটনায় এক নারীর মৃত্যু ঘটেছে। গতকাল মঙ্গলবার দিনগত রাতে তামাবিল সড়কের জৈন্তাপুর উমনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় নিহতের শিশু ছেলে ও অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, গতকাল রাত ৮টার দিকে চিকনাগুল উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে  জাফলংগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী জুমারা বেগম, ছেলে মেহেরাব ও চালক নুরুল গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক জুমারা বেগমকে মৃত ঘোষণা করেন।

নিহত জুমারা কানাইঘাট উপজেলার বড়বন্দ এলাকার দুলাল আহমেদের স্ত্রী। দুর্ঘটনায় নিহত মহিলার ছেলে মেহেরাব (১২) ও সিএনজি চালিত অটোরিকশা চালক নুরুল ইসলাম (৪০) আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান।

তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিক হাঁইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা 
বিবাহের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বাঁচতে পারে : ধর্ম উপদেষ্টা
দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ
ডিসেম্বর ধরেই নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি : নজরুল ইসলাম খান
সুপ্রিম কোর্টে প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সার্ভিস, ট্রেনিং এবং রিসার্চকে গুরুত্ব দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
নারী শ্রমিকের নিরাপদ অভিবাসন বিষয়ে কমিশনের অন্তর্ভুক্তির সুপারিশ
নারীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ে কমিশনের অন্তর্ভুক্তির সুপারিশ
ময়মনসিংহে মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ শুরু
ময়মনসিংহে অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ শুরু
১০