সিলেটে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৪

সিলেট, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : সিলেটের তামাবিল মহাসড়কে দুর্ঘটনায় এক নারীর মৃত্যু ঘটেছে। গতকাল মঙ্গলবার দিনগত রাতে তামাবিল সড়কের জৈন্তাপুর উমনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় নিহতের শিশু ছেলে ও অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, গতকাল রাত ৮টার দিকে চিকনাগুল উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে  জাফলংগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী জুমারা বেগম, ছেলে মেহেরাব ও চালক নুরুল গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক জুমারা বেগমকে মৃত ঘোষণা করেন।

নিহত জুমারা কানাইঘাট উপজেলার বড়বন্দ এলাকার দুলাল আহমেদের স্ত্রী। দুর্ঘটনায় নিহত মহিলার ছেলে মেহেরাব (১২) ও সিএনজি চালিত অটোরিকশা চালক নুরুল ইসলাম (৪০) আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান।

তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিক হাঁইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা
বাগেরহাটে জুলাই শহীদদের স্মরণে বিশেষ সাহিত্য সভা অনুষ্ঠিত  
গণঅভ্যুত্থানে আহত ও দুস্থ রোগীদের সহায়তায় ‘আমরা বিএনপি পরিবার’
চীনে বুদ্ধিপ্রতিবন্ধী রোগীদের জন্য উন্নত চিকিৎসা সুবিধা
কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত
ড্যাবের নির্বাচনে সভাপতি হারুন, মহাসচিব শাকিল
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সেলিম মাস্টারের কবর জিয়ারত বিএনপি’র
স্পেসডাউনের পর মহাকাশ স্টেশন থেকে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন চার নভোচারী 
রাজধানীতে ধাক্কামারা চক্রের ২ নারী সদস্য গ্রেফতার
আসন্ন সাধারণ নির্বাচনের জন্য ৪০,০০০ বডি ক্যামেরা ক্রয় করবে সরকার
১০