হাটহাজারীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২২
নিহত ব্যাংক কর্মকর্তা কামরুল ইবনে হাসান। ছবি : বাসস

চট্টগ্রাম (উত্তর), ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার  হাটহাজারীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কামরুল ইবনে হাসান (৩৯) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

আজ সকাল সাড়ে ৭ টার দিকে পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন জমজম হাসপাতালের সামনে চট্টগ্রাম নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুল ফটিকছড়ির মাইজভান্ডার চাড়ালিয়ারহাট এলাকার বড় বাড়ির মোহাম্মদ হাসানের ছেলে। তিনি ডাচ বাংলা ব্যাংকের নগরীর আগ্রাবাদ শাখায় কর্মরত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে ফটিকছড়িমুখী একটি যাত্রীবাহি বাসের সাথে চট্টগ্রামমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

এতে অটোরিকশার কামরুল সহ তিন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

রাউজান গহিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাজিরহাট থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এসময় অটোরিকশায় এক যাত্রী নিহত এবং দুইজন আহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাবের সাফল্য আকাশচুম্বী
শ্রমিকদের ন্যায্য অধিকার সংরক্ষণে কাজ করছে সরকার : শ্রম সচিব
ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
খুলনার বৃক্ষমেলায় চারদিনে ১০ হাজার ৪২৩টি চারা বিক্রি
যারা পুরোনো সিস্টেমকে টিকিয়ে রাখতে চায় জনগণ তাদের মেনে নেবে না : নাহিদ ইসলাম
আইএইএ’র সঙ্গে সহযোগিতা হবে ‘নতুন রূপে’ : ইরান
আমরা রাজনীতি করব নতুন প্রজন্মকে একটি সুন্দর স্থিতিশীল ভবিষ্যৎ দেওয়ার জন্য : আজম খান
সত্য প্রকাশ করলে ক্ষমা পাবেন ‘রাজসাক্ষী’ চৌধুরী মামুন
শিল্পকলায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে ‘ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ ১৪ জুলাই
চাঁদপুরে খতিব হত্যাচেষ্টায় অভিযুক্ত আসামিকে জেলে প্রেরণ
১০