হাটহাজারীতে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২২
নিহত ব্যাংক কর্মকর্তা কামরুল ইবনে হাসান। ছবি : বাসস

চট্টগ্রাম (উত্তর), ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার  হাটহাজারীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কামরুল ইবনে হাসান (৩৯) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

আজ সকাল সাড়ে ৭ টার দিকে পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন জমজম হাসপাতালের সামনে চট্টগ্রাম নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুল ফটিকছড়ির মাইজভান্ডার চাড়ালিয়ারহাট এলাকার বড় বাড়ির মোহাম্মদ হাসানের ছেলে। তিনি ডাচ বাংলা ব্যাংকের নগরীর আগ্রাবাদ শাখায় কর্মরত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে ফটিকছড়িমুখী একটি যাত্রীবাহি বাসের সাথে চট্টগ্রামমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

এতে অটোরিকশার কামরুল সহ তিন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

রাউজান গহিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাজিরহাট থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এসময় অটোরিকশায় এক যাত্রী নিহত এবং দুইজন আহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুবির সাসটেইনেবিলিটি নেটওয়ার্কের সভাপতি করিনা, সম্পাদক সুমিত
রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ 
জুলাই সনদ নিয়ে সরকারের প্রতি 'সতর্ক পদক্ষেপ গ্রহণের’ আহ্বান বিএনপির
ভারতের মোদি জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের জন্য ভুটান সফর করছেন
বাগেরহাটে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক সভা
বরগুনায় বিএনপিতে যোগদান ৫ শতাধিক হিন্দু সম্প্রদায়ের
২০৩৪ সালের মধ্যে দাঁতের ফিলিংয়ে পারদ ব্যবহার বন্ধের সিদ্ধান্ত 
রাতের তাপমাত্রা কমতে পারে; আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা
বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে ঢাকার ১০ পয়েন্টে কাল প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও জুলাইয়ের গান
১০