মাগুরার শ্রীপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩১
তিন প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি : বাসস

মাগুরা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫(বাসস): জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজার এলাকায় আজ একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বেলা ১১টা থেকে দুপুর ১:৩০ পর্যন্ত চলা এ অভিযানে তেল, ছোলা, সার-কীটনাশক, মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযান চলাকালে মেসার্স সাহা ট্রেডার্সে অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সজল সাহাকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া, মেসার্স রাকিব স্টোরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো: খোকন মোল্লাকে ৪,০০০ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য তাদের সতর্ক করা হয়।

অপরদিকে, মেসার্স হামজা ট্রেডার্স নামক একটি সার-কীটনাশক ডিলার প্রতিষ্ঠানে সারের স্টক রেজিস্ট্রার ও বিক্রয় ভাউচার গড়মিল পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক মো: আমির হামজা মোল্লাকে ভোক্তা অধিকার সংরক্ষণ ২০,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে হোটেল ও ফলের দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানও তদারকি করা হয়। ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর দিলীপ কুমার প্রামাণিক ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীতে নতুন ফ্যাসিস্ট যেন সৃষ্টি না হয় : চরমোনাই পীর
রাজধানীতে কবজি কাটা গ্রুপের দুই ভাইসহ ৯ জন গ্রেফতার
একীভূত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ 
খুলনায় নিরাপদে সড়ক ব্যবহারের নিয়ম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিতকরণ কর্মসূচি অনুষ্ঠিত
খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশে শ্রম পরিবেশের উন্নতির প্রশংসা করলেন জাপানি এমপিরা
বৃষ্টিতে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত
স্টার্ট-আপ উদ্যোক্তাদের ঋণ দিতে ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি
সামাজিক নিরাপত্তা শুধু একটি দাতব্য খাত নয় মানবিক অঙ্গীকার : সমাজ কল্যাণ উপদেষ্টা
থাইল্যান্ডে ধনাঢ্য ব্যবসায়ীকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দিল প্রধান বিরোধী দল
১০