দক্ষিণ চট্টগ্রাম, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ মো. আব্দুর রহমান (৫৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এই সময় তার বাড়ি থেকে ১ হাজার ৬৫ পিস ইয়াবা ও নগদ ৮০ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে হাশিমপুর ইউনিয়নের উত্তর হাশিমপুর ছৈয়দাবাদ আলী আহাম্মদের বাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত মো. আব্দুর রহমান ওই এলাকার মৃত হাজী আল আহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বাসস’কে বলেন, মাদককারবারি আব্দুর রহমানকে থানায় হস্তান্তরের পর তার বিরুদ্ধে মামলা রুজু শেষে আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।