লক্ষ্মীপুরে শিলাসহ  গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৬
শিলাসহ  গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ছবি : বাসস

লক্ষ্মীপুর, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫(বাসস) : জেলার বিভিন্ন স্থানে শিলাসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টির হয়েছে। বুধবার দুপুর ২টার পর থেকে জেলা শহর ও সদর উপজেলার জকসিন,হাজিরপাড়া,মান্দারী, বটতলী,চন্দ্রগঞ্জ ও কমলনগর উপজেলার বিভিন্ন স্থানে এই বৃষ্টি হয়েছে। 

বৃষ্টির সঙ্গে ব্যাপক হারে শিলা পড়তে দেখা গেছে। তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে বাড়ছে শীত। এখন পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। হালকা বৃষ্টিও হচ্ছে। এদিকে বৃষ্টির কারণে কিছুটা নষ্ট হয়েছে ইটভাটার কাঁচা ইট।

তবে স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে কোন বৃষ্টি ও ঝড়ো হাওয়া হয়নি। দুপুরে হঠাৎ করে জেলার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি যদি অব্যাহত থাকে, তাহলে কুমড়া,লাউ ও টমোটোসহ শীতকালীন ফসলের ক্ষতির আশংকা রয়েছে। আজকের মতো এতো শিলা এই বছরে আর পড়তে দেখা যায়নি। শিলাবৃষ্টির কারণে কিছুটা ভয় হচ্ছে। তবে এখন বৃষ্টি তেমন নাই।

এদিকে রামগতি আবহাওয়া সতর্কীকরণ অফিসের কর্মকর্তা মো. সৌরভ হোসেন বলেন, দক্ষিন বঙ্গোপসাগরে স্বাভাবিক লঘুচাপের কারণে জেলার বিভিন্ন স্থানে শিলা ও গুঁড়ি গুঁড়ি এই  বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দীর্ঘায়িত হবেনা। তবে শিলা বৃষ্টির কারণে কৃষকদের কিছু ক্ষতি হতে পারে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা 
বিবাহের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বাঁচতে পারে : ধর্ম উপদেষ্টা
দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ
ডিসেম্বর ধরেই নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি : নজরুল ইসলাম খান
সুপ্রিম কোর্টে প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সার্ভিস, ট্রেনিং এবং রিসার্চকে গুরুত্ব দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
নারী শ্রমিকের নিরাপদ অভিবাসন বিষয়ে কমিশনের অন্তর্ভুক্তির সুপারিশ
নারীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ে কমিশনের অন্তর্ভুক্তির সুপারিশ
ময়মনসিংহে মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ শুরু
ময়মনসিংহে অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ শুরু
১০