পটুয়াখালীতে ১৪ মণ জাটকা জব্দ

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৬
১৪ মণ জাটকা জব্দ। ছবি : বাসস

পটুয়াখালী, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার বাউফলে গতরাতে  ঢাকাগামী মুন পরিবহন, অন্তরা পরিবহন ও ডলফিন পরিবহন নামের তিনটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ১৪ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার রাত ১২টার দিকে পৌর শহরের টিএনটি অফিসের সামনে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম।

এ রুটের যাত্রীরা জানায়, পটুয়াখালী জেলার গলাচিপা, দশমিনা ও বাউফল উপজেলা থেকে চেয়ারম্যান, কিংস, অন্তরা, মুন, ডলফিন ও বাউফল এক্সপ্রেস নামের ৬টি কোম্পানির বাস নিয়মিত রাজধানী ঢাকায় যাতায়াত করে। 

এর আগেও মাছ পরিবহন করার দায়ে বাস কোম্পানিকে সতর্ক করেছে প্রশাসন। একাধিকবার জরিমানাও করা হয়েছে এসব বাসের মালিকানা সংশ্লিষ্ট ব্যক্তিদের। 

এ বিষয়ে বাউফলের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি গলাচিপা থেকে ছেড়ে আসা চারটি বাসে ৫/৬ ইঞ্চি আকারের জাটকা ইলিশ ঢাকায় পাচার হচ্ছে। পরে অভিযানে তিনটি বাস আটক করতে সক্ষম হয়েছি। অভিযানে প্রায় ১৪টি ড্রাম ভর্তি জাটকা জব্দ করা হয়। 

আনুমানিক পরিমাণ ১৪মণ হবে বলে প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে : মির্জা ফখরুল
আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার- প্রধান উপদেষ্টা
আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন ফিদে মাস্টার সাজিদ
গোপন বৈঠক : মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
সুদানে কলেরার ভয়াবহ প্রাদুর্ভাব, নেই সুরক্ষা সরঞ্জাম
রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে বিআরটিএ’র চেক প্রদান 
জাতিসংঘ পদক পেয়েছে বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট
খাদ্যনিরাপত্তা নিশ্চিতে সমুদ্রসম্পদ বড় অবদান রাখতে পারে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
আফ্রিকা জয় করে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
১০