পটুয়াখালীতে ১৪ মণ জাটকা জব্দ

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৬
১৪ মণ জাটকা জব্দ। ছবি : বাসস

পটুয়াখালী, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার বাউফলে গতরাতে  ঢাকাগামী মুন পরিবহন, অন্তরা পরিবহন ও ডলফিন পরিবহন নামের তিনটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ১৪ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার রাত ১২টার দিকে পৌর শহরের টিএনটি অফিসের সামনে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম।

এ রুটের যাত্রীরা জানায়, পটুয়াখালী জেলার গলাচিপা, দশমিনা ও বাউফল উপজেলা থেকে চেয়ারম্যান, কিংস, অন্তরা, মুন, ডলফিন ও বাউফল এক্সপ্রেস নামের ৬টি কোম্পানির বাস নিয়মিত রাজধানী ঢাকায় যাতায়াত করে। 

এর আগেও মাছ পরিবহন করার দায়ে বাস কোম্পানিকে সতর্ক করেছে প্রশাসন। একাধিকবার জরিমানাও করা হয়েছে এসব বাসের মালিকানা সংশ্লিষ্ট ব্যক্তিদের। 

এ বিষয়ে বাউফলের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি গলাচিপা থেকে ছেড়ে আসা চারটি বাসে ৫/৬ ইঞ্চি আকারের জাটকা ইলিশ ঢাকায় পাচার হচ্ছে। পরে অভিযানে তিনটি বাস আটক করতে সক্ষম হয়েছি। অভিযানে প্রায় ১৪টি ড্রাম ভর্তি জাটকা জব্দ করা হয়। 

আনুমানিক পরিমাণ ১৪মণ হবে বলে প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুবির সাসটেইনেবিলিটি নেটওয়ার্কের সভাপতি করিনা, সম্পাদক সুমিত
রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ 
জুলাই সনদ নিয়ে সরকারের প্রতি 'সতর্ক পদক্ষেপ গ্রহণের’ আহ্বান বিএনপির
ভারতের মোদি জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের জন্য ভুটান সফর করছেন
বাগেরহাটে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক সভা
বরগুনায় বিএনপিতে যোগদান ৫ শতাধিক হিন্দু সম্প্রদায়ের
২০৩৪ সালের মধ্যে দাঁতের ফিলিংয়ে পারদ ব্যবহার বন্ধের সিদ্ধান্ত 
রাতের তাপমাত্রা কমতে পারে; আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা
বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে ঢাকার ১০ পয়েন্টে কাল প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও জুলাইয়ের গান
১০