সিরাজগঞ্জে এক অস্ত্র ব্যবসায়ীর যাবজ্জীবন 

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫১

সিরাজগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় অস্ত্র মামলায় এক অস্ত্র ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। 

আজ বুধবার বেলা ১২টার দিকে যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান আসামীর উপস্থিতিতে এই রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্ত  হলো, গোপাল চন্দ্র সূত্রধর (৪২) তিনি  জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের হরিপদ চন্দ্র সূত্রধরের ছেলে।

আদালতের এপিপি মো. হাদীউজ্জামান সেখ এতথ্য নিশ্চিত করে জানান, অস্ত্র মামলায় রায়ে আদালত গোপাল চন্দ্রকে যাবজ্জীবন ও অপর আসামী রেজাউল করিম প্রামানিককে বেকসুর খালাস প্রদান করেন।

মামলার এজাহারসূত্রে জানা যায়,  সদর উপজেলার কাদাই সিলভার ডেলপার্কের সামনে অস্ত্র কেনাবেচা  হচ্ছে, এমন গোপন সংবাদের  ভিত্তিতে ২০১৮ সালের ১০ অক্টোবর ওই এলাকায় অভিযান চালানো হয়। ডিবি পুলিশের উপস্থিতিতে টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে গোপল সুত্রধরকে আটক করলেও অপর আসামী রেজাউল করিম পালিয়ে যায়। পরে গোপল চন্দ্রের দেহ ও সাথে থাকা ব্যাগে তল্লাশী করে ৮টি দেশীয় ওয়ান শুটার গান ও ১৫ রাউন্ড গুলি জব্দ করা হয়। 

এ ঘটনায় ডিবি পুলিশের উপ- পরিদর্শক ইয়াছিন আরাফাত বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালতের বিচারক এই রায় প্রদান করেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেবেন ট্রাম্প
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
ট্রাক একীভূতকরণের খবরে জাপানের হিনো মোটরসের শেয়ারের দাম বেড়েছে
বুরকিনায় 'সম্পূর্ণ বিশৃঙ্খলা' তৈরির ষড়যন্ত্র ব্যর্থ করা হয়েছে : সামরিক জান্তা 
টাঙ্গাইলে মুষ্টি চাল বিক্রির টাকায় রাস্তা নির্মাণ কাজ চলছে
মজুরি ৩ বছর পর পর মূল্যায়নে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ
এখনও থামেনি শহীদ রাসেলের মায়ের বুক ফাটা কান্না
সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে স্থায়ী শ্রম কমিশন গঠনের সুপারিশ
বিজয়ের বিবেকের জাগরণ : রক্তে লেখা আত্মদানের গল্প
১০