সিরাজগঞ্জে এক অস্ত্র ব্যবসায়ীর যাবজ্জীবন 

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫১

সিরাজগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় অস্ত্র মামলায় এক অস্ত্র ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। 

আজ বুধবার বেলা ১২টার দিকে যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান আসামীর উপস্থিতিতে এই রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্ত  হলো, গোপাল চন্দ্র সূত্রধর (৪২) তিনি  জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের হরিপদ চন্দ্র সূত্রধরের ছেলে।

আদালতের এপিপি মো. হাদীউজ্জামান সেখ এতথ্য নিশ্চিত করে জানান, অস্ত্র মামলায় রায়ে আদালত গোপাল চন্দ্রকে যাবজ্জীবন ও অপর আসামী রেজাউল করিম প্রামানিককে বেকসুর খালাস প্রদান করেন।

মামলার এজাহারসূত্রে জানা যায়,  সদর উপজেলার কাদাই সিলভার ডেলপার্কের সামনে অস্ত্র কেনাবেচা  হচ্ছে, এমন গোপন সংবাদের  ভিত্তিতে ২০১৮ সালের ১০ অক্টোবর ওই এলাকায় অভিযান চালানো হয়। ডিবি পুলিশের উপস্থিতিতে টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে গোপল সুত্রধরকে আটক করলেও অপর আসামী রেজাউল করিম পালিয়ে যায়। পরে গোপল চন্দ্রের দেহ ও সাথে থাকা ব্যাগে তল্লাশী করে ৮টি দেশীয় ওয়ান শুটার গান ও ১৫ রাউন্ড গুলি জব্দ করা হয়। 

এ ঘটনায় ডিবি পুলিশের উপ- পরিদর্শক ইয়াছিন আরাফাত বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালতের বিচারক এই রায় প্রদান করেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরতে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের তুরস্ক সফর
প্রবীণদের আত্মনির্ভরশীল জীবনের সুযোগ তৈরিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
গ্যাসের সুষম মূল্য নিশ্চিত করা হবে : বিইআরসি
সিলেটে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
শিল্পকলায় একযোগে শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী পালন মঙ্গলবার
মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর
বিসিবির পরিচালক নির্বাচিত বুলবুল-ফাহিম
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
দেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই: সারজিস আলম
১০