পিরোজপুর, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ সড়ক পারাপারের সময় ব্যাটারি-চালিত অটোরিকশার ধাক্কায় শহিদুল হাওলাদার (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের ঝাউতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল হাওলাদার পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের উত্তর শংকরপাশা গ্রামের নুরুল হক হাওলাদারের ছেলে।
নিহত ব্যক্তির ভগ্নিপতি জাকির হোসেন জানান, সদর উপজেলার ঝাউতলা এলাকায় তার শ্যালক শহিদুল ইসলাম সড়ক পারাপারের সময় পিরোজপুর থেকে পাড়েরহাটগামী একটি ব্যাটারি-চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এসময় অপরদিক থেকে আসা অন্য একটি অটোরিকশা তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অমিত সরকার জানান, হাসপাতালে আনার আগেই শহিদুল হাওলাদারের মৃত্যু হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।