নড়াইল, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় আজ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রোজিনা খাতুন (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। মৃত রোজিনা নড়াইল পৌরসভা এলাকার বিজয়পুর গ্রামের খালিদ হোসেনের স্ত্রী। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শহরের মাছিমদিয়া এলাকায় এ দুূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিজয়পুরের বাসিন্দা ব্যবসায়ী খালিদ আজ দুপুরে নিজের মোটরসাইকেলযোগে স্ত্রী রোজিনা ও দুই শিশু সন্তানকে নিয়ে শহরের রুপগঞ্জ থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাছিমদিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থেকে সড়কের উপর রোজিনা ছিটকে পড়ে যান। তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজেদুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।