ঢাকা, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : জাপান সরকার বাংলাদেশে কর্মরত জাপানি স্বেচ্ছাসেবক নার্স রেইকো কোবায়াশিকে দ্বিপাক্ষিক সহযোগীতা উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ফরেন মিনিস্টারস কমেনডেশন ২০২৫’ প্রদান করেছে।
ঢাকাস্থ জাপান দূতাবাস আজ বৃহস্পতিবার জানিয়েছে, বর্তমানে ইয়ামাগাতা ঢাকা ফ্রেন্ডশিপ হসপিটালে কর্মরত কোবায়াশিকে চলতি বছরের প্রশংসাপত্র প্রাপ্তদের একজন হিসেবে নির্বাচন করা হয়েছে।
প্রতি বছর জাপান ও অন্যান্য দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে ব্যতিক্রমী সাফল্যের জন্য কয়েকজন ব্যক্তি ও সংস্থাকে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর প্রশংসাপত্র প্রদান করা হয়।
দূতাবাসটি জানিয়েছে, স্বাস্থ্য খাতে কোবায়াশির নিবেদিত সেবা জাপান-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আরো গভীর করার পাশাপাশি দু’দেশের জনগণের সম্পর্ক উন্নয়নে অবদান রেখেছে।